স্বার্থের পৃথিবী
আজ চেয়ে দেখ বাগানে একটি ও ফুল নেই
সব গুলো ফুল ঝড়ে গেছে,
গাছ গুলো দাঁড়িয়ে রয়েছে শুকনো ডাঁটায় ,
চেয়ে দেখ হয়ত তোমার ভালো লাগতে পাড়ে
অজস্র স্মৃতি তোমার চোখে ভেসে উঠবে
যেথায় বসতি গড়ার স্বপ্নে
ভোমর গুন-গুনানি করেছিল বসন্তে।
আজ চেয়ে দেখ আকাশের দিকে
কোথাও একটি তারকা নেই ,
অমাবস্যার ঘন অন্ধকারে
অশুভ ছায়া পৃথিবীর বুকে
যেথায় অসম্ভব হবে তোমার চাঁদ মুখ দেখিতে।
আজ মিছিল সমাবেশে অপমৃত্যু বোমা ফেটে
জনতার মাঝে নেতার প্রতিশ্রুতি স্বার্থের লোভে,
চেয়ে দেখ তোমার ভাল লাগতে পাড়ে
কেননা আজ কাল এ ভাবেই পৃথিবী টা চলছে।।
সব গুলো ফুল ঝড়ে গেছে,
গাছ গুলো দাঁড়িয়ে রয়েছে শুকনো ডাঁটায় ,
চেয়ে দেখ হয়ত তোমার ভালো লাগতে পাড়ে
অজস্র স্মৃতি তোমার চোখে ভেসে উঠবে
যেথায় বসতি গড়ার স্বপ্নে
ভোমর গুন-গুনানি করেছিল বসন্তে।
আজ চেয়ে দেখ আকাশের দিকে
কোথাও একটি তারকা নেই ,
অমাবস্যার ঘন অন্ধকারে
অশুভ ছায়া পৃথিবীর বুকে
যেথায় অসম্ভব হবে তোমার চাঁদ মুখ দেখিতে।
আজ মিছিল সমাবেশে অপমৃত্যু বোমা ফেটে
জনতার মাঝে নেতার প্রতিশ্রুতি স্বার্থের লোভে,
চেয়ে দেখ তোমার ভাল লাগতে পাড়ে
কেননা আজ কাল এ ভাবেই পৃথিবী টা চলছে।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোবারক হোসেন ১৪/০৬/২০১৫ভাল হয়েছে।
-
জে এস সাব্বির ১৪/০৬/২০১৫গদ্যে ছন্দের কবিতার আমার তেমন আগ্রহ নেই ।তবুও আপনার ছন্দ গুলি ভাল লাগল ।