প্রিতয়মা
পি্রয়তমা এক সঙ্গে জীবনের অর্ধ পথ
চলেছি তোমার হাত ধরে
আমার শেষ বিদায়ের দিনে
তুমি থাকবে অনেক দুরে
আমি চারিদিকে খুঁজব তোমাকে
শেষ বারে মত দেখব ভেবে।।
প্রিয়তমা তুমি একবার না হয়
আসিও আমার সমাধি পাড়ে
আমি শুয়ে শুয়ে থাকিব চেয়ে
তোমার অপেক্ষায় বিনিদ্র নয়নে
আমি সারে তিন হাত মাটির নীচে
থেকেও দেখিব তোমাকে আমার সমাধি পাড়ে
কতটুকু তোমার চোখের অশ্রু ঝড়ে ।।
০৫/০৩/০৪
চলেছি তোমার হাত ধরে
আমার শেষ বিদায়ের দিনে
তুমি থাকবে অনেক দুরে
আমি চারিদিকে খুঁজব তোমাকে
শেষ বারে মত দেখব ভেবে।।
প্রিয়তমা তুমি একবার না হয়
আসিও আমার সমাধি পাড়ে
আমি শুয়ে শুয়ে থাকিব চেয়ে
তোমার অপেক্ষায় বিনিদ্র নয়নে
আমি সারে তিন হাত মাটির নীচে
থেকেও দেখিব তোমাকে আমার সমাধি পাড়ে
কতটুকু তোমার চোখের অশ্রু ঝড়ে ।।
০৫/০৩/০৪
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
জে এস সাব্বির ১৪/০৬/২০১৫থ্যাঙ্ক ইউ ,থ্যাঙ্ক ইউ । অননেএএক ভাল একটা কবিতা উপহার দেওয়ার জন্য ।
-
মোবারক হোসেন ১৪/০৬/২০১৫কবিতায় আবেগ ঝড়েছে বৃষ্টির মত।ধন্যবাদ আপনাকে।
-
আহমাদ মাগফুর ১৪/০৬/২০১৫আহ! কি করুন সজল ফরিয়াদ!
-
দ্বীপ সরকার ১৪/০৬/২০১৫ভাল লাগলো।