মনু নদী
কেমনে বুঝাব তোমায় কি ভাবে
ভাসিয়েছি তরী প্রেম সাগরে,
আজ এ ঘাট কাল অন্য ঘাটে যাযাবর জীবনে
কত না দেখিলাম এই মায়ার সংসারে,
তবুও তোমার মায়ায় ফিরে আসি বারে বারে।
ঘুরেছি কত দেশ শত নগরে
দেখেছি অট্রালিকা,আরও কত কি জীবনে
কোথাও পাইনি সুখ আপন চিত্তে,
জন্মেছি আমি সবুজ শ্যামল বাংলার বুকে
বাংলার পথ ঘাট আর মাঠে
রাখালের বাঁশির সুর আর বাউল গানে
সহস্র আনন্দে নাচে মন বাংলা মায়ের বুকে।।
এখন আমার রাতে ঘুম ভাঙে তোমার কলতানে
এই দুর দেশে টেমস নদীর পাশে
কত না দিন গত হল ব্যাকুলভাবে ,
ফিরে আসব আবার মনু নদীর তটে।।
০৯/০১/২০১২
ভাসিয়েছি তরী প্রেম সাগরে,
আজ এ ঘাট কাল অন্য ঘাটে যাযাবর জীবনে
কত না দেখিলাম এই মায়ার সংসারে,
তবুও তোমার মায়ায় ফিরে আসি বারে বারে।
ঘুরেছি কত দেশ শত নগরে
দেখেছি অট্রালিকা,আরও কত কি জীবনে
কোথাও পাইনি সুখ আপন চিত্তে,
জন্মেছি আমি সবুজ শ্যামল বাংলার বুকে
বাংলার পথ ঘাট আর মাঠে
রাখালের বাঁশির সুর আর বাউল গানে
সহস্র আনন্দে নাচে মন বাংলা মায়ের বুকে।।
এখন আমার রাতে ঘুম ভাঙে তোমার কলতানে
এই দুর দেশে টেমস নদীর পাশে
কত না দিন গত হল ব্যাকুলভাবে ,
ফিরে আসব আবার মনু নদীর তটে।।
০৯/০১/২০১২
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
জে এস সাব্বির ১৪/০৬/২০১৫ইক্সিলেন্ট হইছে। মাইকেলের কপোতাক্ষ নদের প্রভাব লক্ষণীয় ।
-
আহমাদ মাগফুর ১৪/০৬/২০১৫কবিতার শুরু কিন্তু এমন ভাব থেকেই।
ভাল্লাগলো! -
দ্বীপ সরকার ১৪/০৬/২০১৫সুন্দর।