প্রবাস
আজ আমি দুরে অনেক দুরে
তোমার দৃষ্টি সীমানার বাহিরে
কোন এক নতুন দেশের নতুন শহরে।।
শত সহস্র জনতার ভীরে
আর ইট পাথরের দালানে মাঝে
আমি যদি হারিয়ে যাই
আমাকে খুঁজে পাওয়া কঠিন হবে।।
আজ তাই ফিরে আসার স্বপ্ন নিয়ে
কষ্টে কাটে দিন তুমার কথা ভেবে
এই দুর দেশ দুর নগরীতে।।
মাঝে মধ্যে কাজের ফাঁকে
এতটুকু অবসর পেলে
তোমার মুখ খানি ভেসে ওঠে মানসপটে
প্রবাসের জীবন প্রিয়জন খুঁজে ।।
তোমার দৃষ্টি সীমানার বাহিরে
কোন এক নতুন দেশের নতুন শহরে।।
শত সহস্র জনতার ভীরে
আর ইট পাথরের দালানে মাঝে
আমি যদি হারিয়ে যাই
আমাকে খুঁজে পাওয়া কঠিন হবে।।
আজ তাই ফিরে আসার স্বপ্ন নিয়ে
কষ্টে কাটে দিন তুমার কথা ভেবে
এই দুর দেশ দুর নগরীতে।।
মাঝে মধ্যে কাজের ফাঁকে
এতটুকু অবসর পেলে
তোমার মুখ খানি ভেসে ওঠে মানসপটে
প্রবাসের জীবন প্রিয়জন খুঁজে ।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আহমাদ মাগফুর ১৪/০৬/২০১৫দূরত্ব যতই হউক, কাছে থাকুন!
-
শাহাদাত হোসেন রাতুল ১২/০৬/২০১৫valo laglo
-
মোবারক হোসেন ১২/০৬/২০১৫দুরত্ব-ই একদিন কাছে থাকার সুযোগ করে দেয়।ভাল
কবিতা লিখার জন্য ধন্যবাদ। -
স্বাধীন আমিনুল ইসলাম ১২/০৬/২০১৫প্রবাস জীবনের বেদনা কেটে কবির জীবনে তার প্রেয়সী ধরা দেক। ভাল লাগল কবিতাটি।