বুজলি নারে
মন ভরে সুখ দিয়েছিলাম তোরে ,
তুই বুজলি নারে ,
আমার আদরের ভালবাসা দিলাম তোরে ,
ফেলে দিলি মাটিতে রে ,
যে সুখ আমার দিয়ে ছিলাম তোরে ,
সেই দুঃখে একদিন কাঁদবি তুই জনম ভরে ,
তোর চোখের চল ছিল আমার বুকে ,
তাই তোকে করে নিয়ে ছিলাম আপন রে ,
মিঠা মিঠা কথা কইয়া মন কারলি আমার ,
অবশেষ কেন ছ্যাকা দিলি আবার ,
তোর দেওয়া ভালবাসা পেয়ে আমি ,
বেঁধে ছিলাম একটি ঘর ,
সরল পেয়ে ভেঙ্গে দিলি আমার সেই ঘর ,
তোর ভালবাসা পেয়ে যতটুক শুখি হয়ে ছিলাম ,
তার চেয়ে ও আজ বেশী দুঃখ পেলাম ,
তুই বুজলি নারে ,
আমার আদরের ভালবাসা দিলাম তোরে ,
ফেলে দিলি মাটিতে রে ,
যে সুখ আমার দিয়ে ছিলাম তোরে ,
সেই দুঃখে একদিন কাঁদবি তুই জনম ভরে ,
তোর চোখের চল ছিল আমার বুকে ,
তাই তোকে করে নিয়ে ছিলাম আপন রে ,
মিঠা মিঠা কথা কইয়া মন কারলি আমার ,
অবশেষ কেন ছ্যাকা দিলি আবার ,
তোর দেওয়া ভালবাসা পেয়ে আমি ,
বেঁধে ছিলাম একটি ঘর ,
সরল পেয়ে ভেঙ্গে দিলি আমার সেই ঘর ,
তোর ভালবাসা পেয়ে যতটুক শুখি হয়ে ছিলাম ,
তার চেয়ে ও আজ বেশী দুঃখ পেলাম ,
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইফুল্লাহ আল-জাহিদ ১০/১২/২০১৪মাটিতে ক্যান ফেল্বিরে বা আমারে দিয়া দিস ।
-
মোঃ শফিকুল ইসলাম মোল্লা (সজীব) ২৪/১১/২০১৪বিরহী সুর!
-
মুহা, লুকমান রাকীব ১৭/১০/২০১৪খুব ভাল হয়েছে। চেষ্টা করলে আরও ভাল হত!!!
-
স্বপন রোজারিও(১) ১৭/১০/২০১৪বুজলি বানানটি বুঝলি হবে। ধন্যবাদ