www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বুজলি নারে

মন ভরে সুখ দিয়েছিলাম তোরে ,
তুই বুজলি নারে ,

আমার আদরের ভালবাসা দিলাম তোরে ,
ফেলে দিলি মাটিতে রে ,

যে সুখ আমার দিয়ে ছিলাম তোরে ,
সেই দুঃখে একদিন কাঁদবি তুই জনম ভরে ,

তোর চোখের চল ছিল আমার বুকে ,
তাই তোকে করে নিয়ে ছিলাম আপন রে ,

মিঠা মিঠা কথা কইয়া মন কারলি আমার ,
অবশেষ কেন ছ্যাকা দিলি আবার ,

তোর দেওয়া ভালবাসা পেয়ে আমি ,
বেঁধে ছিলাম একটি ঘর ,
সরল পেয়ে ভেঙ্গে দিলি আমার সেই ঘর ,

তোর ভালবাসা পেয়ে যতটুক শুখি হয়ে ছিলাম ,
তার চেয়ে ও আজ বেশী দুঃখ পেলাম ,
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৫৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৭/১০/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast