www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আবেগি বন্ধু

আবেগি বন্ধু আমার--কি করে মোরে ভুলে থাকো ,
বহুদিন পর দেখা হল তোমার সাথে কেন তোমার মুখ কালো ?

বন্ধু বলে ছুটে গেলাম তোমার কাছে ,
তুমি বললে কোন সমস্যা হয়েছে !

নাহ " বন্ধু ! বহুদিন পর তোমায় দেখে একটু চমকে উঠেছিলাম ,
তুমি কি আমাদের রাস্তায় ভুল করে চলে আসলে , এমনি প্রশ্ন উঠেছিলো মনে ...

তোমার সাথে হটাৎ করে পরিচয় ,তার পরে কথা , তার পরে বন্ধু ,
কখনো বলনি মিছে কথা এক সিন্দু , দূরে সরে গেলে কেন বহু বিন্দু।

অল্প দিনে সবার মন জয় করে ছিলে ,
দুই এক জনের জন্য কেন অভিমান করে দূরে চলে গেলে ।

আমি জানি বন্ধু তুমি বুজবে তোমায় নিয়ে কথা গুলি লেখা ,
আমি বলি কখনো আর পর ভেবে যেওনা ফেলে একা ।

আমি কখনো তোমাদের পর ভাবিনা ,
আবেগি বন্ধু আমায় কখনো ভুল বুঝনা ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮১৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৯/১০/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • বন্ধু নিয়ে লেখাটা চরম লাগলো. বেশ আবেগপ্রবন হয়ে পড়লাম. ফ্রেন্ডস, লাভ ইউরস......................
  • স্বপন শর্মা ১০/১০/২০১৪
    মোড়ে<মোরে হতে পারে দেখতে পারেন
 
Quantcast