ভুলি নাই সেই দিন গুলি
তুমি আমার আপন জন ,তাকি জানোনা ,
সব মানুষের সাথে চলি বলে রাগ হয়ওনা ,
তোমায় ভাবি সব সময় ,বুঝতে পারোনা ,
তাই বুঝি আমার উপর ,তোমার অভিমান কমেনা ।
পুরানো সেই দিনের স্মৃতি ,ব্যাথা দেয় আমায় ,
তা আমি কি করে বুঝাই তোমায় !
প্রতি রাতে আদর করে কপালে একটা চুমো দিতে আমায় ,
সেই কথা এখন আর বলিনা তোমায় ,
বড় হয়ে গেছি বলে সেই রাত আর ফিরে আসবেনা ,
আমার যে কি ব্যাথা তা আর এখন তোমায় বুজাতে পারবো না ,
তোমার সেই ভালবাসা খুব মিস করি আমি ,
ভালো লাগার দিন গুলো বলো কি করে ভুলি ,
জানি পুরোনো সেই দিন গুলো ভুলে গেছো তুমি ,
ভুলে যাবেনা আমায় কখনো সেই কামনা টাই তোমার কাছে করি ।
সব মানুষের সাথে চলি বলে রাগ হয়ওনা ,
তোমায় ভাবি সব সময় ,বুঝতে পারোনা ,
তাই বুঝি আমার উপর ,তোমার অভিমান কমেনা ।
পুরানো সেই দিনের স্মৃতি ,ব্যাথা দেয় আমায় ,
তা আমি কি করে বুঝাই তোমায় !
প্রতি রাতে আদর করে কপালে একটা চুমো দিতে আমায় ,
সেই কথা এখন আর বলিনা তোমায় ,
বড় হয়ে গেছি বলে সেই রাত আর ফিরে আসবেনা ,
আমার যে কি ব্যাথা তা আর এখন তোমায় বুজাতে পারবো না ,
তোমার সেই ভালবাসা খুব মিস করি আমি ,
ভালো লাগার দিন গুলো বলো কি করে ভুলি ,
জানি পুরোনো সেই দিন গুলো ভুলে গেছো তুমি ,
ভুলে যাবেনা আমায় কখনো সেই কামনা টাই তোমার কাছে করি ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শিমুদা ০১/১০/২০১৪
-
কৌশিক আজাদ প্রণয় ৩০/০৯/২০১৪যাবেনা > জাবেনা , বুজতে,> বুঝতে , স্রিতি, স্মৃতি ... বানানের প্রতি সচেতন হলে বেশী ভালো হতো।
-
শূন্য ৩০/০৯/২০১৪বানান গুলো একটু দেখবেন।
ভাল লিখেছেন -
মনিরুজ্জামান শুভ্র ২৯/০৯/২০১৪ভালা লাগলো । কিন্তু প্রচুর বানান ভুল ।
-
স্বপন রোজারিও(১) ২৯/০৯/২০১৪স্রিতি> স্মৃতি
বুজতে> বুঝতে
ধন্যবাদ। -
আবু সাহেদ সরকার ২৯/০৯/২০১৪বুজি>বুঝি
বুজতে> বুঝতে
স্রিতি>স্মৃতি
জাবেনা>যাবেনা
একটু খেয়াল করলে ভালো হয়।
সুন্দর একটি কবিতা উপহার দেয়ার জন্য ধন্যবাদ।
ভাল লাগল কবিতা।