www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ভুলি নাই সেই দিন গুলি

তুমি আমার আপন জন ,তাকি জানোনা ,
সব মানুষের সাথে চলি বলে রাগ হয়ওনা ,

তোমায় ভাবি সব সময় ,বুঝতে পারোনা ,
তাই বুঝি আমার উপর ,তোমার অভিমান কমেনা ।

পুরানো সেই দিনের স্মৃতি ,ব্যাথা দেয় আমায় ,
তা আমি কি করে বুঝাই তোমায় !

প্রতি রাতে আদর করে কপালে একটা চুমো দিতে আমায় ,
সেই কথা এখন আর বলিনা তোমায় ,

বড় হয়ে গেছি বলে সেই রাত আর ফিরে আসবেনা ,
আমার যে কি ব্যাথা তা আর এখন তোমায় বুজাতে পারবো না ,

তোমার সেই ভালবাসা খুব মিস করি আমি ,
ভালো লাগার দিন গুলো বলো কি করে ভুলি ,

জানি পুরোনো সেই দিন গুলো ভুলে গেছো তুমি ,
ভুলে যাবেনা আমায় কখনো সেই কামনা টাই তোমার কাছে করি ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৯৪৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৯/০৯/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast