সত্য মিথ্যা
আর লিখবো না কোনদিন সত্য কবিতা কিংবা মিথ্যা গল্প
আর দেখবো না চোখ ভরে ঐ অস্তমিত সত্য সূর্যের আলোকছটা
শুধু মিথ্যা বৃষ্টিতে ভিজবো আজ
শুধু আমাকে ঘিরেই হোক না কিছুক্ষণ
মূষলধারে মিথ্যার বৃষ্টি।
আর বাসবো না ভালো কোন মানবীর হঠাৎ মিথ্যা অশ্রু
আর বুঝবো না তার না বলা মিথ্যা কথাগুলো
শুধু পথ হেঁটে যাবো আজ
অজানা পথিকের মতো
হারানো সত্য পথের খোঁজে।
আর তাকাবো না কোন মিথ্যা জানালার দিকে
আর ফিরবো না আমি ফেলে আসা সময়ের কাছে
শুধু চেয়ে রবো সত্যের ঐ দিগন্ত রেখার দিকে
আর অবাক হয়ে দেখে যাবো পৃথিবীর মিথ্যা মায়া
মিথ্যার শ্যাওলায় ঢাকা পড়া সত্যের আত্মাহুতি।
তবু জেনে রেখো তোমরা
এই মিথ্যাসক্ত সমাজের মাঝে
সত্যাসক্ত মানুষেরা প্রতিদিন প্রতিক্ষণ নিরবেই সয়ে যাবে
কেউ হয়তো প্রতিবাদি হয়ে ঝরে যাবে
তবু সত্যগুলো রয়ে যাবে যতটুকু না সত্যবাদিদের মাঝে
তার চেয়ে অনেক বেশি তীব্রভাবে মিথ্যাসক্তদের হৃদয়ে।
আর দেখবো না চোখ ভরে ঐ অস্তমিত সত্য সূর্যের আলোকছটা
শুধু মিথ্যা বৃষ্টিতে ভিজবো আজ
শুধু আমাকে ঘিরেই হোক না কিছুক্ষণ
মূষলধারে মিথ্যার বৃষ্টি।
আর বাসবো না ভালো কোন মানবীর হঠাৎ মিথ্যা অশ্রু
আর বুঝবো না তার না বলা মিথ্যা কথাগুলো
শুধু পথ হেঁটে যাবো আজ
অজানা পথিকের মতো
হারানো সত্য পথের খোঁজে।
আর তাকাবো না কোন মিথ্যা জানালার দিকে
আর ফিরবো না আমি ফেলে আসা সময়ের কাছে
শুধু চেয়ে রবো সত্যের ঐ দিগন্ত রেখার দিকে
আর অবাক হয়ে দেখে যাবো পৃথিবীর মিথ্যা মায়া
মিথ্যার শ্যাওলায় ঢাকা পড়া সত্যের আত্মাহুতি।
তবু জেনে রেখো তোমরা
এই মিথ্যাসক্ত সমাজের মাঝে
সত্যাসক্ত মানুষেরা প্রতিদিন প্রতিক্ষণ নিরবেই সয়ে যাবে
কেউ হয়তো প্রতিবাদি হয়ে ঝরে যাবে
তবু সত্যগুলো রয়ে যাবে যতটুকু না সত্যবাদিদের মাঝে
তার চেয়ে অনেক বেশি তীব্রভাবে মিথ্যাসক্তদের হৃদয়ে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অনিত্য ০২/১২/২০১৩শেষের লাইন দু'টো চমৎকার হয়েছে! তবে অভিমান দূর হোক, এবং জীবনে আসুক উচ্ছাস, কবির প্রতি এই কামনা রইলো।