ধোঁয়াসক্ত
যাপিত সময় গুলো সিগারেটের ধোঁয়ায় মিশিয়ে উড়িয়ে দিচ্ছি
কিছু রেখে দিয়েছি ফুঁসফুঁসে ক্যান্সারের বীজ হিসেবে
যাপিত জীবনের স্মৃতিগুলো যেমন ধমনী শিরার গাত্রে
ক্রমশঃ সরু করে চলেছে জীবন তরল চলাচলের পথ
কার্ডিওলজিস্টের জারিজুরি খাটবে না ঐ অনুভূতির পথের ব্লক সরাতে
স্মৃতির ক্ষত অনুভূতির পণ্জিকায় কেঁটে চলে একটি একটি করে দাগ
শিঘ্রই একদিন সবটুকু সময় একত্রে মিশে যাবে শ্মশান ঘাটের ধোঁয়ায়
সেই ধোঁয়ায় আমার অনস্তিত্বের ছোঁয়া পেয়ে
তুমি সেইদিনই নাহয় ধোঁয়াসক্ত হয়ো।
কিছু রেখে দিয়েছি ফুঁসফুঁসে ক্যান্সারের বীজ হিসেবে
যাপিত জীবনের স্মৃতিগুলো যেমন ধমনী শিরার গাত্রে
ক্রমশঃ সরু করে চলেছে জীবন তরল চলাচলের পথ
কার্ডিওলজিস্টের জারিজুরি খাটবে না ঐ অনুভূতির পথের ব্লক সরাতে
স্মৃতির ক্ষত অনুভূতির পণ্জিকায় কেঁটে চলে একটি একটি করে দাগ
শিঘ্রই একদিন সবটুকু সময় একত্রে মিশে যাবে শ্মশান ঘাটের ধোঁয়ায়
সেই ধোঁয়ায় আমার অনস্তিত্বের ছোঁয়া পেয়ে
তুমি সেইদিনই নাহয় ধোঁয়াসক্ত হয়ো।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Înšigniã Āvî ১৯/১১/২০১৩মন ছুঁয়ে যায়