শেষ ফাগুনের ভালবাসা
একটা দুটো তিনটে না না.....গোটা বিশেক আত্মা ঘুর ঘুর করছে
তোমার আমার ভালবাসার পাশে
কাঁধে কাঁধ মিলিয়ে উৎসুক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে আমাদের দিকে
আমাদের ভ্রান্তিতে সুখ খুঁজে নিতে প্রতিযোগিতায় লিপ্ত আত্মাগুলো।
তোমার সাথে হেরে যাবার প্রতিযোগিতায়
জয়ী হতে চেয়েছি আমি সর্বদাই
স্মৃতির জাবর কেটে ভেবে দেখ....অলস বাতাসে কাঁপবে তোমার অশ্রুজল
আমার কষ্টগুলো তোমার মতো তরল করে ঢালতে পারিনা হয়তো
তাইতো জমাট বাঁধা বরফ হয়ে তীব্র শৈত্যে মৃতপ্রায় করে ওরা আমার হৃদয়।
তুমি এখনো কষ্টের অশ্রু জমিয়ে যাও ভালবাসার নদী গড়বে বলে
ভেবে দেখো সে নদী কী আসলেই পারবে গড়তে তোমার আমার মিলিত জনপদ
নাকি সে নদী হয়ে যাবে বুড়িগঙ্গার মতো বিষাক্ত ঢেউয়ে ভরা
আর দিয়োনা অপেক্ষার ঢেউগুলো ভেঙে পড়তে ধৈর্য্য বাধের গায়ে।
রাতের শেষ ট্রেনটি যখন চলে যাবে হুঁইসেল দিয়ে
হয়তো তুমি বা আমি বসে রইবো স্টেশনের বেঞ্চে
সর্বগ্রাসী অসহায়ত্বের অন্ধকারে নিমজ্জিত হয়ে
হয়তোবা মনে পড়বে চেয়েছিলাম আরেকটিবার
শেষ ফাগুনের ভালবাসা বুনে দিতে ঐ হৃদয়ে।
তোমার আমার ভালবাসার পাশে
কাঁধে কাঁধ মিলিয়ে উৎসুক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে আমাদের দিকে
আমাদের ভ্রান্তিতে সুখ খুঁজে নিতে প্রতিযোগিতায় লিপ্ত আত্মাগুলো।
তোমার সাথে হেরে যাবার প্রতিযোগিতায়
জয়ী হতে চেয়েছি আমি সর্বদাই
স্মৃতির জাবর কেটে ভেবে দেখ....অলস বাতাসে কাঁপবে তোমার অশ্রুজল
আমার কষ্টগুলো তোমার মতো তরল করে ঢালতে পারিনা হয়তো
তাইতো জমাট বাঁধা বরফ হয়ে তীব্র শৈত্যে মৃতপ্রায় করে ওরা আমার হৃদয়।
তুমি এখনো কষ্টের অশ্রু জমিয়ে যাও ভালবাসার নদী গড়বে বলে
ভেবে দেখো সে নদী কী আসলেই পারবে গড়তে তোমার আমার মিলিত জনপদ
নাকি সে নদী হয়ে যাবে বুড়িগঙ্গার মতো বিষাক্ত ঢেউয়ে ভরা
আর দিয়োনা অপেক্ষার ঢেউগুলো ভেঙে পড়তে ধৈর্য্য বাধের গায়ে।
রাতের শেষ ট্রেনটি যখন চলে যাবে হুঁইসেল দিয়ে
হয়তো তুমি বা আমি বসে রইবো স্টেশনের বেঞ্চে
সর্বগ্রাসী অসহায়ত্বের অন্ধকারে নিমজ্জিত হয়ে
হয়তোবা মনে পড়বে চেয়েছিলাম আরেকটিবার
শেষ ফাগুনের ভালবাসা বুনে দিতে ঐ হৃদয়ে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ফাহমিদা ফাম্মী ০৯/১১/২০১৩sundor onek
-
আফসানা সিদ্দিকি মিমি ০৯/১১/২০১৩ooooonnnnek valo laglo
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ০৯/১১/২০১৩চমৎকার। খুব গহীনের কিছু ভাষা ফুটে উঠেছে। ভালো লাগলো।