শব্দের শব দেহ
ঠিক করেছি এখন থেকে শুধু শব্দ লিখে যাব
একাকিত্বের শব্দ গুলো বসবে একাকি
ভালোবাসার শব্দ গুলো থাকবে ওদের বৃত্তাবদ্ধ করে
কিছু বয়সের ভারে ন্যূজ শব্দ ও লিখে যাবো এক কাতারে
কিছু বৃদ্ধ শব্দকে টেনে আনবো শব্দের বৃদ্ধাশ্রম থেকে
কিছু লিখবো হাসপাতালে ভর্তি অসুস্থ শব্দ
কিছু মৃত শব্দকে টেনে তুলবো পুরনো কবর থেকে
শব্দের শব নিয়ে মাতবো পৈশাচিক আনন্দে
কিছু কদাকার শব্দকে প্লাস্টিক সার্জারি করিয়ে বানাবো প্রতিমা
কিছু অভিজ্ঞ শব্দকে বিরক্তির সাথে বসিয়ে রাখবো এক কোনায়
কিছু শব্দ লিখবো অর্থবোধক- কিছু দ্ব্যর্থবোধক - কিছু নিরর্থক অলংকার।
এই সব শব্দগুলোকে ছড়িয়ে ছিটিয়ে সাঁজিয়ে দিয়ো তুমি
করতে পারবে বিরাম চিহ্নের যথেচ্ছা ব্যবহার
যতটা চাও বিরতি নিয়ো আমার ভালবাসা থেকে
তবু তৈরী করতেই হবে তোমায় আজ
আমার পছন্দের শব্দে তোমার মনের কবিতা।
না হয় আজ আমি সব ভালবাসার শব্দ কেড়ে নিয়ে
শব দের সাথে হারিয়ে যাব....চিরতরে।
একাকিত্বের শব্দ গুলো বসবে একাকি
ভালোবাসার শব্দ গুলো থাকবে ওদের বৃত্তাবদ্ধ করে
কিছু বয়সের ভারে ন্যূজ শব্দ ও লিখে যাবো এক কাতারে
কিছু বৃদ্ধ শব্দকে টেনে আনবো শব্দের বৃদ্ধাশ্রম থেকে
কিছু লিখবো হাসপাতালে ভর্তি অসুস্থ শব্দ
কিছু মৃত শব্দকে টেনে তুলবো পুরনো কবর থেকে
শব্দের শব নিয়ে মাতবো পৈশাচিক আনন্দে
কিছু কদাকার শব্দকে প্লাস্টিক সার্জারি করিয়ে বানাবো প্রতিমা
কিছু অভিজ্ঞ শব্দকে বিরক্তির সাথে বসিয়ে রাখবো এক কোনায়
কিছু শব্দ লিখবো অর্থবোধক- কিছু দ্ব্যর্থবোধক - কিছু নিরর্থক অলংকার।
এই সব শব্দগুলোকে ছড়িয়ে ছিটিয়ে সাঁজিয়ে দিয়ো তুমি
করতে পারবে বিরাম চিহ্নের যথেচ্ছা ব্যবহার
যতটা চাও বিরতি নিয়ো আমার ভালবাসা থেকে
তবু তৈরী করতেই হবে তোমায় আজ
আমার পছন্দের শব্দে তোমার মনের কবিতা।
না হয় আজ আমি সব ভালবাসার শব্দ কেড়ে নিয়ে
শব দের সাথে হারিয়ে যাব....চিরতরে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
দাদা মুহাইমিন চৌধূরী ০৫/১১/২০১৩চমৎকার কবিতা লিখেছেন
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ০৪/১১/২০১৩ওয়াও চমৎকার শব্দের শ্রেণীবিন্যাসের কবিতা।খুবই ভালো লাগলো সবসময়ের মতো।ধন্যবাদ
-
জহির রহমান ০৪/১১/২০১৩একাকিত্বের শব্দগুলো একাকি বসাতে বসাতে একসময় এরকমই সুন্দর সুন্দর কবিতা হয়ে উঠবে। কবিতা ভালো লেগেছে।
শুভকামনা...