অসময়ের ভিড়ে
অসময়ের ভিড়ে হারিয়ে যাচ্ছে অসহায় সময়গুলো
অমানুষের ভিড়ে যেভাবে হারায় অসহায় মানুষেরা
সময়ের দামে না বুঝেই কিনে চলি মোরা অসহায়ত্বের দাসত্ব
ঠিক যেভাবে বিক্রি করি অপাত্রে বৃথাশ্রম।
ঠিক কতোটা একনিষ্ঠ শ্রম দিয়ে সফলতা পাওয়া যায়
কতোটা সফলতা প্রকৃত আনন্দ আনতে পারে
কতোটা আনন্দ সততার কষ্ট ভুলাতে পারে
এ সবই প্রশ্নই থেকে যায়।
অসহায় মানুষগুলো প্রাপ্ত বর্তমান পেছনে রেখে ছুটে চলে
অনিশ্চিত ভবিষ্যতের জন্য সহায় খুঁজতে
ভবিষ্যত আর বর্তমানের মাঝখানেই আটকে থাকে অনেকের জীবন
কেউ আবার বর্তমানকে অতীত করতেই পার করে দেয় জীবনের অনেকটা সময়।
অমানুষের ভিড়ে যেভাবে হারায় অসহায় মানুষেরা
সময়ের দামে না বুঝেই কিনে চলি মোরা অসহায়ত্বের দাসত্ব
ঠিক যেভাবে বিক্রি করি অপাত্রে বৃথাশ্রম।
ঠিক কতোটা একনিষ্ঠ শ্রম দিয়ে সফলতা পাওয়া যায়
কতোটা সফলতা প্রকৃত আনন্দ আনতে পারে
কতোটা আনন্দ সততার কষ্ট ভুলাতে পারে
এ সবই প্রশ্নই থেকে যায়।
অসহায় মানুষগুলো প্রাপ্ত বর্তমান পেছনে রেখে ছুটে চলে
অনিশ্চিত ভবিষ্যতের জন্য সহায় খুঁজতে
ভবিষ্যত আর বর্তমানের মাঝখানেই আটকে থাকে অনেকের জীবন
কেউ আবার বর্তমানকে অতীত করতেই পার করে দেয় জীবনের অনেকটা সময়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
জহির রহমান ০৪/১১/২০১৩
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ০৪/১১/২০১৩চমৎকার হয়েছে।ভালো লাগলো।
কবিতা ভালো লেগেছে। শুভকামনা কবির জন্য...