www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বৈমাত্রেয়

যদি কোনদিন চলে যাই দূরে যুক্তির ভেলায় চেপে
তবে বুঝে নিয়ো ওটা বড় সাময়িক
একটু অপেক্ষায় থেকো আবেগকে নিয়ে ফিরে আসবার
ও দুটো বড় বেশি বৈমাত্রেয় আমার জগতে।

যদি কোনদিন দেখা হয়ে যায় অবেলায়
তোমার ও দু'চোখের অশ্রু মুছে দেওয়ার একটু সুযোগ দিয়ো
ও দু'ঠোঁটের অভিমান টুকু আমার ঠোঁটে ঢেলে দিয়ে
তুমি হয়ো অপরাজিতা
আমি পরাজয় মেনে নিয়ে আবাবো বন্দি হবো ভালবাসার কারাগারে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৭৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ৩১/১০/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast