শেষ কবিতা
শেষ কবিতাটি লিখার আগে মৃত্যুপথযাত্রী কবি কী ভেবেছিল
খুব জানতে ইচ্ছা করে
সে কি প্রেমের কবিতা লিখতে চেয়েছিলো
নাকি দ্রোহের কবিতা
নাকি কবিতায় টানতে চেয়েছিলো প্রকৃতির বন্দনা....
কবি পারেননি শেষ কবিতাটা লিখতে
তিনি শেষের টানে নিঃশেষ হয়েছেন।
প্রেম - দ্রোহ - প্রকৃতি কোনটিই পারেনি তাকে ধরে রাখতে
হয়তো শেষ কবিতাটিতে তিনি চেয়েছিলেন মৃত্যুকে ভালবাসতে।
খুব জানতে ইচ্ছা করে
সে কি প্রেমের কবিতা লিখতে চেয়েছিলো
নাকি দ্রোহের কবিতা
নাকি কবিতায় টানতে চেয়েছিলো প্রকৃতির বন্দনা....
কবি পারেননি শেষ কবিতাটা লিখতে
তিনি শেষের টানে নিঃশেষ হয়েছেন।
প্রেম - দ্রোহ - প্রকৃতি কোনটিই পারেনি তাকে ধরে রাখতে
হয়তো শেষ কবিতাটিতে তিনি চেয়েছিলেন মৃত্যুকে ভালবাসতে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ৩০/১০/২০১৩খুব গভীর ভাবনা নিয়ে কবিতা।ভালো লাগলো।
-
Înšigniã Āvî ৩০/১০/২০১৩দারুন ভাবনা...
-
রোদের ছায়া ৩০/১০/২০১৩বাহ বাহ এভাবে ত ভাবা হয়নি । ভাল লাগ্ল ।
-
রাখাল ৩০/১০/২০১৩অসাধারণ!