মুঠোবার্তা যুদ্ধ
সেই প্রথম দিন থেকে চলছে তোমার আমার মুঠোবার্তা যুদ্ধ
কখনো অভিমানী শীতলযুদ্ধ
কখনো হঠাৎ রাগের অনলবর্ষণ
আবার ভালবাসার ফুলবর্ষণ ও বাদ যায়নি তাতে
কখনো কখনো আত্মঘাতিও হয়ে যেত মুঠোবার্তাগুলো
কখনো একটা দুটো সতর্ক গুলি....কখনো অবিরাম চলতো...
কখনো অধীর অপেক্ষা প্রত্যুত্তরের ভালবাসা মাপার জন্য
কখনো ছুঁড়ে দিতে ভালবাসার এটম বোমা
কিছু থেকে যেত অবিষ্ফোরিত আমার সচেতন উপেক্ষায়
কিছু বিষ্ফোরিত হয়ে ধ্বংস করে দিতো আমার সকল যুক্তিবোধ- তোমার আবেগের শক্তিতে।
মাঝে মাঝে যুদ্ধাপরাধী হয়েই যেতাম এই যুদ্ধে
বিচার ছাড়া ছাড়োনি কখনো যুদ্ধাহত তুমি।
এই যুদ্ধে কতো শিল্প ঢেলে দিলাম তোমার মন জয়ের জন্য
কতো অস্ত্র বদলে নিলাম ক্ষণে ক্ষণে
তবু অসমাপ্ত থেকে গেছে এখনো ফলাফল.....থেকে যাবেও
এই যুদ্ধে কেউই যে চাইনি জিততে।
কখনো অভিমানী শীতলযুদ্ধ
কখনো হঠাৎ রাগের অনলবর্ষণ
আবার ভালবাসার ফুলবর্ষণ ও বাদ যায়নি তাতে
কখনো কখনো আত্মঘাতিও হয়ে যেত মুঠোবার্তাগুলো
কখনো একটা দুটো সতর্ক গুলি....কখনো অবিরাম চলতো...
কখনো অধীর অপেক্ষা প্রত্যুত্তরের ভালবাসা মাপার জন্য
কখনো ছুঁড়ে দিতে ভালবাসার এটম বোমা
কিছু থেকে যেত অবিষ্ফোরিত আমার সচেতন উপেক্ষায়
কিছু বিষ্ফোরিত হয়ে ধ্বংস করে দিতো আমার সকল যুক্তিবোধ- তোমার আবেগের শক্তিতে।
মাঝে মাঝে যুদ্ধাপরাধী হয়েই যেতাম এই যুদ্ধে
বিচার ছাড়া ছাড়োনি কখনো যুদ্ধাহত তুমি।
এই যুদ্ধে কতো শিল্প ঢেলে দিলাম তোমার মন জয়ের জন্য
কতো অস্ত্র বদলে নিলাম ক্ষণে ক্ষণে
তবু অসমাপ্ত থেকে গেছে এখনো ফলাফল.....থেকে যাবেও
এই যুদ্ধে কেউই যে চাইনি জিততে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রাখাল ২৯/১০/২০১৩চমৎকার হয়েছে ।
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ২৯/১০/২০১৩চমৎকার হয়েছে সবসময়ের মত
-
আরজু নাসরিন পনি ২৯/১০/২০১৩হাহা
অতৃপ্তি থাকাই ভালো ।
যুদ্ধ চলুক ।
ভালোবাসারা যুদ্ধের মাঝেই বেঁচে থাকুক ।
শুভেচ্ছা রইল, মুকিত ।