www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

একা

যুবতী চাঁদ - যুবক সূর্য - কিশোর পৃথিবী
আর ঐ বৃদ্ধ তারাগুলো
সবাই নিজের মতো করে একা।

একাকীত্ব ও একা - বিষন্নতা ও একা - একা নিঃসঙ্গতা ও
শব্দহীনতা একা - শূন্যতা একা - একা গোপনীয়তা ও।

আজকের পৃথিবীতে ভালবাসারাও নিজেদের মতোই একা
নিঃসঙগতায় ভোগে প্রেমবোধ - বিষন্নতায় ভালো লাগা
আজ সব একা - একাকীত্বের দ্রবণে দ্রবীভূত ভাবনা জগৎ।

আজ কবিতাগুলো একা - একাকীত্বের ছন্দে লেখা পদ্যগুলো
মৃতরা একা - রৌদ্রক্লান্ত ছায়ারা একা - নিঃসঙ্গ প্রতিটি বৃষ্টির ফোঁটা।

তোমার আমার স্মৃতিরা একা - স্বপ্ন একা - একা তুমি - একা আমি
একা দুজনাই - একা ভালবাসা।
চতুর্দিকে বিরাজমান সর্বগ্রাসী একাকীত্ব।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৪৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৯/১০/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast