গণতন্ত্র
গণতন্ত্রের তান্ত্রিকেরা তন্ত্র অনেক বোঝে
সংবিধানের ফাঁক ফোকরে নিজের সুবিধা খোঁজে।
গণতন্ত্রের সংজ্ঞাটুকু আক্ষরিকে মেনে
বোধটুকু তারা ত্যাগ করেছে অধিক সঙ্গোপনে।
গণতন্ত্র রপ্তানিতে শীর্ষে দেশ এক আছে
সরকারি দল কে হবে তা তারাও বলে বাছে।
জনগণের সামনে মূলো- ভোটাধিকার নামে
ভোট দিয়ে তাই জনগণের কর্তব্যটা থামে।
সরকারি আর বিরোধী দলের দুষ্টচক্রে পরে
জনগণের ফাঁকা মাথা ঘুরতে থাকে ঘোরে।
টক্ শো গুলোয় সুশীলেরা দেয় সকল সমাধান
আলোচনায় মুগ্ধ মোরা পেতে থাকি কান।
এভাবেই কাটছে দিন, কাটছে সকল রাত
গণতান্ত্রিক নেতার পকেটে টাকার ধারাপাত।
সংবিধানের ফাঁক ফোকরে নিজের সুবিধা খোঁজে।
গণতন্ত্রের সংজ্ঞাটুকু আক্ষরিকে মেনে
বোধটুকু তারা ত্যাগ করেছে অধিক সঙ্গোপনে।
গণতন্ত্র রপ্তানিতে শীর্ষে দেশ এক আছে
সরকারি দল কে হবে তা তারাও বলে বাছে।
জনগণের সামনে মূলো- ভোটাধিকার নামে
ভোট দিয়ে তাই জনগণের কর্তব্যটা থামে।
সরকারি আর বিরোধী দলের দুষ্টচক্রে পরে
জনগণের ফাঁকা মাথা ঘুরতে থাকে ঘোরে।
টক্ শো গুলোয় সুশীলেরা দেয় সকল সমাধান
আলোচনায় মুগ্ধ মোরা পেতে থাকি কান।
এভাবেই কাটছে দিন, কাটছে সকল রাত
গণতান্ত্রিক নেতার পকেটে টাকার ধারাপাত।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
জহির রহমান ২৮/১০/২০১৩প্রায় সবগুলো ব্যাপারই উঠে আসছে কবিতাটিতে। সুন্দর বর্ণনা। সরকার-বিরোধীদল সবাই ঠিক, মাঝখানে আম জনতা বাঁশ খায়। মরেও এরাই। আর ওরা এসি রুমে বসে মাঝে মধ্যে জানালা দিয়ে মুখ বের করে আমাদের দেখে আর বিনোদন নেয়।
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ২৮/১০/২০১৩বাস্তবতার ছোঁয়া কবিতা।সত্যিই বলেছেন আপনি।সবাই যার যার ধান্ধায় আছে।আর আমাদের সামনে মূলা ঝুলিয়ে আমাদের নাচায়।কিছুই করার নেই।আর কিইবা করতে পারি।ধন্যবাদ কবিতা র জন্য।
-
রাখাল ২৮/১০/২০১৩গণতন্ত্রের তান্ত্রিকেরা জানে খুব মন্ত্র
নিজেরাই সাধক মানুষ
সব পাবলিকই যন্ত্র ।