স্মৃতির সীমানা
স্মৃতির সীমানার বাইরে রেখে আসবো তোমায়
এপারে কাঁটাতারে ঝুলন্ত স্বপ্নের লাশ
নো-ম্যানস ল্যান্ডে বিক্ষিপ্তভাবে ছড়ানো ছিটানো নির্লিপ্ত ভালবাসা
যা আমার নয় - তোমার ও অধিকার নেই তাতে।
এপারে রাখবো সশস্ত্র প্রহরা তোমার অপেক্ষায়
আমার অনুভূতিহীন প্রহরীদল
যুক্তির শেকলে বাঁধা
তোমাল আবেগের অম্লে গলবে না ঐ শেকল।
তুমি অতীত হও,
আমি ব্যাথিত হবো না;
হবোনা একটু ও স্মৃতিকাতর।
অনুভূতিগুলো পদদলিত করে ছুঁটে চলব এই ব্যস্ততার শহরে
তুমি থাকো স্মৃতির সীমান্তের ওপারে।
মুক্তির সীমান্তের ওপারে গিয়ে বন্দী থাকো স্মৃতির পাতায়,
যে স্মৃতি আমার নয়।
এপারে কাঁটাতারে ঝুলন্ত স্বপ্নের লাশ
নো-ম্যানস ল্যান্ডে বিক্ষিপ্তভাবে ছড়ানো ছিটানো নির্লিপ্ত ভালবাসা
যা আমার নয় - তোমার ও অধিকার নেই তাতে।
এপারে রাখবো সশস্ত্র প্রহরা তোমার অপেক্ষায়
আমার অনুভূতিহীন প্রহরীদল
যুক্তির শেকলে বাঁধা
তোমাল আবেগের অম্লে গলবে না ঐ শেকল।
তুমি অতীত হও,
আমি ব্যাথিত হবো না;
হবোনা একটু ও স্মৃতিকাতর।
অনুভূতিগুলো পদদলিত করে ছুঁটে চলব এই ব্যস্ততার শহরে
তুমি থাকো স্মৃতির সীমান্তের ওপারে।
মুক্তির সীমান্তের ওপারে গিয়ে বন্দী থাকো স্মৃতির পাতায়,
যে স্মৃতি আমার নয়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রাখাল ২৭/১০/২০১৩এরকম কবিতা হাজার লাইনের হলেও অধৈর্য হবোনা ।
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ২৭/১০/২০১৩চমৎকার হয়েছে।ভালো লাগলো।
-
জহির রহমান ২৭/১০/২০১৩কিছু স্মৃতি থাকে ভুলতে চাইলেও ভুলা যায়না, আবার কিছু স্মৃতি আছে যা অনায়াসে ভুলে থাকা যায়। কিন্তু কবিতার স্মৃতিরা ঠিকই মনে পড়ে যাবে কোন এক ক্ষণে। আবারো হাঁটতে হবে স্মৃতির পথে...
ভালো লেগেছে।