এসো আজ বৃষ্টিতে ভিজি
এসো আজ বৃষ্টিতে ভিজি এই শেষ বিকেলে
বিকেল বয়ে সন্ধ্যা হচ্ছে সূর্যাস্তের ছলে।
গোধূলীর রঙ বৃষ্টিতে মিলে পড়ছে হাওয়ার দোলে
তোমার অশ্রু মিশিয়ে দিও ঐ বৃষ্টির কোলে।
সন্ধ্যা টুকু ও বৃষ্টিতে থেকো আমার সাথে মিলে
পূর্ণিমার ঐ আলোর বৃষ্টি চাঁদটা দিবে ঢেলে।
রাতটুকুর ঐ নির্জনতা কাটাবো দুজন মিলে
আবার না হয় হারিয়ে যেও ভোরের পাখির দলে।
বিকেল বয়ে সন্ধ্যা হচ্ছে সূর্যাস্তের ছলে।
গোধূলীর রঙ বৃষ্টিতে মিলে পড়ছে হাওয়ার দোলে
তোমার অশ্রু মিশিয়ে দিও ঐ বৃষ্টির কোলে।
সন্ধ্যা টুকু ও বৃষ্টিতে থেকো আমার সাথে মিলে
পূর্ণিমার ঐ আলোর বৃষ্টি চাঁদটা দিবে ঢেলে।
রাতটুকুর ঐ নির্জনতা কাটাবো দুজন মিলে
আবার না হয় হারিয়ে যেও ভোরের পাখির দলে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আরজু নাসরিন পনি ২৭/১০/২০১৩
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ২৬/১০/২০১৩ভালো।
কবিতাটা পড়ে ভালো লাগলো মুকিত ।।