মন খারাপের গল্প
আমার মন খারাপের গল্প তুমি শুনবে কেন বলো?
তুমিতো এখন তোমার মতো চলো।
তুমি কি আর আমায় ভাবো তোমার সারা বেলা
বোঝনি তুমি আমার মনে বিষন্নতার মেলা।
বিষন্নতার বিষটুকু আজ একলা করছি পান
তোমায় ভেবে সুরে ধরেছি একাকিত্বের গান।
একাকিত্বের সময়টুকু গভীর প্রেমে ভরা
ঢেউ ওঠা ঐ হৃদয় নদে তোমার তৈরী খরা।
তোমার দেওয়া হঠাৎ বৃষ্টি জমিয়ে রেখে নদে
আবার তাতে ঢেউ জাগাবো গভীর প্রেমের বোধে।
হঠাৎ বৃষ্টি হঠাৎ রোদের মিলন যখন হবে
ভালোবাসার রঙধণু ঐ হৃদয় রাঙিয়ে দেবে ।
তুমিতো এখন তোমার মতো চলো।
তুমি কি আর আমায় ভাবো তোমার সারা বেলা
বোঝনি তুমি আমার মনে বিষন্নতার মেলা।
বিষন্নতার বিষটুকু আজ একলা করছি পান
তোমায় ভেবে সুরে ধরেছি একাকিত্বের গান।
একাকিত্বের সময়টুকু গভীর প্রেমে ভরা
ঢেউ ওঠা ঐ হৃদয় নদে তোমার তৈরী খরা।
তোমার দেওয়া হঠাৎ বৃষ্টি জমিয়ে রেখে নদে
আবার তাতে ঢেউ জাগাবো গভীর প্রেমের বোধে।
হঠাৎ বৃষ্টি হঠাৎ রোদের মিলন যখন হবে
ভালোবাসার রঙধণু ঐ হৃদয় রাঙিয়ে দেবে ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ২৬/১০/২০১৩চমৎকার ছন্দের অপূর্ব একটি কবিতা।হৃদয় ছুঁইয়ে গেল।খুবই ভালো লাগলো।কবিতা র জন ধন্যবাদ।সেই সাথে শুভকামনা আপনার জন্য সবসময়।
-
আরজু নাসরিন পনি ২৬/১০/২০১৩ভেসে যাক হৃদয় ।
তবুও ভালোবাসার থাকুক ।
শুভেচ্ছা রইল মুকিতের জন্যে ।। -
জহির রহমান ২৫/১০/২০১৩কবিতাটি পড়ে আমার এক বন্ধুর কথা মনে পড়ে গেলো। সে এখন তার মতোই চলছে...
অনেক ভালো লেগেছে মুকিত ভাইয়া। শুভেচ্ছা কবিতাটির জন্য। এরকম হৃদয় ছোঁয়া আরো কবিতা চাই।