এভাবেই ভালোবেসে
চলো এভাবেই ভালোবেসে যাই
কখনো বা বৃষ্টিতে ভেজা ঐ জোড়া পায়রার
মতো গুঁটিসুঁটি ভালোবাসা
কখনো জোড়া শালিকের মতো বিক্ষিপ্তভাবে চলেফিরে ভালোবাসা
অথবা জোড়া গোল্ডফিশের ঐ একুরিয়াম ভর্তি ভালোবাসা
চলো সব ভাবেই ভালোবেসে যাই।
তবু ভালোবাসতে ভুলে যেও না ঐ জীবন যুদ্ধের মাঠে
অথবা দূরত্বের সংকীর্ণতাময় দৌরাত্মের চাপে পিষ্ট হয়ে
অথবা অভিমানের দুষ্টচক্রে আবদ্ধ হয়ে
ভুলোনা কখনোই ভুল বুঝেও ভালোবাসতে।
কখনো বা বৃষ্টিতে ভেজা ঐ জোড়া পায়রার
মতো গুঁটিসুঁটি ভালোবাসা
কখনো জোড়া শালিকের মতো বিক্ষিপ্তভাবে চলেফিরে ভালোবাসা
অথবা জোড়া গোল্ডফিশের ঐ একুরিয়াম ভর্তি ভালোবাসা
চলো সব ভাবেই ভালোবেসে যাই।
তবু ভালোবাসতে ভুলে যেও না ঐ জীবন যুদ্ধের মাঠে
অথবা দূরত্বের সংকীর্ণতাময় দৌরাত্মের চাপে পিষ্ট হয়ে
অথবা অভিমানের দুষ্টচক্রে আবদ্ধ হয়ে
ভুলোনা কখনোই ভুল বুঝেও ভালোবাসতে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আরজু নাসরিন পনি ২৫/১০/২০১৩
-
জহির রহমান ২৪/১০/২০১৩ভালোবাসাটাকে ইদানিং বড্ড বেশি ভালো লাগে।
অনেক সুন্দর লিখেছেন। ভালো লেগেছে। -
ডাঃ প্রবীর আচার্য নয়ন ২৪/১০/২০১৩খুব ভালো লেগেছে
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ২৪/১০/২০১৩ভালো লাগলো।
অথবা দুঃখ, কষ্টের লোনা জলে বানবাসী হয়ে ভুলে যেও না ...
ভুলে যেও না...কখনোই না... !
তোমার ওই ভালোবাসাতেই যে রয়েছে আমার প্রাণভোমরা...
হাহা
পড়তে খুব ভালো লাগছিল ...তাই আমিও সুর লাগালাম আপনার সাথে ।
অনেক শুভেচ্ছা, মুকিত ।