পথ
প্রয়োজনে আমি পথে একা হেঁটে যাব
যে পথ তোমাদের তথাকথিত সামাজিকতার নয়
নয় লোক দেখানো সৌজন্যের
যে পথে ক্ষমতার দম্ভ নেই
আছে অক্ষমদের জন্য কিছু করার প্রচেষ্টা
যে পথে ভালবাসার অভিনয় নেই
আছে একনিষ্ঠ ভালবাসা
যে পথে যুক্তি আছে আবেগের নিয়ন্ত্রক হিসেবে
আর আবেগ রয়েছে যুক্তির প্রকাশকের ভূমিকায়
আমি সেই পথে হেঁটে যেতে চাই
কালের পরিক্রমায় আমি হারিয়ে যেতে চাই
এমনই পথে গতিশীল থেকে
হোক না হয় নিঃসঙ্গতাই আমার একমাত্র সঙ্গী।
যে পথ তোমাদের তথাকথিত সামাজিকতার নয়
নয় লোক দেখানো সৌজন্যের
যে পথে ক্ষমতার দম্ভ নেই
আছে অক্ষমদের জন্য কিছু করার প্রচেষ্টা
যে পথে ভালবাসার অভিনয় নেই
আছে একনিষ্ঠ ভালবাসা
যে পথে যুক্তি আছে আবেগের নিয়ন্ত্রক হিসেবে
আর আবেগ রয়েছে যুক্তির প্রকাশকের ভূমিকায়
আমি সেই পথে হেঁটে যেতে চাই
কালের পরিক্রমায় আমি হারিয়ে যেতে চাই
এমনই পথে গতিশীল থেকে
হোক না হয় নিঃসঙ্গতাই আমার একমাত্র সঙ্গী।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ২৪/১০/২০১৩ভালো লাগলো আপনার ভাবনা জেনে।এমন খুব কম মানুষই আছে এই জগতটাকে।যারা আপনার মতো চিন্তা করে।ধন্যবাদ।
-
আরজু নাসরিন পনি ২৪/১০/২০১৩যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলোরে...
আপনার ভাবনাই কবি প্রকাশ কের গেছেন...
তারুণ্যের শক্তি, মনোবল...দেখে খুব ভাল লাগল ।
কবিতারা অনেক ভালো থাকুক ।
শুভকামনা রইল ।।