তুমি যখন
তুমি যখন নিদ্রার ঘরে আশ্রিতা হয়ে সঁপে দেবে নিজেকে
আমি শীতের কুয়াশা হয়ে ছুঁয়ে যাবো তোমার
ঐ শুষ্ক রূক্ষ ঠোঁট।
তুমি যখন গ্রীষ্মের তপ্ত দুপুরে একা পথে চলবে হেঁটে
আমি এক টুকরো মেঘ হয়ে ভেসে রবো
তোমাকে ছায়ার আদরে জড়িয়ে।
তুমি যখন আষাঢ়ের গর্জনে ভীত হয়ে
খুঁজে ফিরবে নিরাপদ আশ্রয়
এ বুক পেতে দেব তোমার আশ্রয় হয়ে।
তুমি যখন রাতের ঐ সুদূর কালো আকাশে
তাকিয়ে রবে একাকিত্বের তুলনা খুঁজতে
ধুমকেতু হয়ে ছুঁটে যাব একা তোমায় বিস্মিত করে।
তুমি যখন আমার মাঝে তোমায় খুঁজে বেড়াবে
আমি আমার হৃদয় খুলে দেব
সকল বেদনা সয়ে।
আমি শীতের কুয়াশা হয়ে ছুঁয়ে যাবো তোমার
ঐ শুষ্ক রূক্ষ ঠোঁট।
তুমি যখন গ্রীষ্মের তপ্ত দুপুরে একা পথে চলবে হেঁটে
আমি এক টুকরো মেঘ হয়ে ভেসে রবো
তোমাকে ছায়ার আদরে জড়িয়ে।
তুমি যখন আষাঢ়ের গর্জনে ভীত হয়ে
খুঁজে ফিরবে নিরাপদ আশ্রয়
এ বুক পেতে দেব তোমার আশ্রয় হয়ে।
তুমি যখন রাতের ঐ সুদূর কালো আকাশে
তাকিয়ে রবে একাকিত্বের তুলনা খুঁজতে
ধুমকেতু হয়ে ছুঁটে যাব একা তোমায় বিস্মিত করে।
তুমি যখন আমার মাঝে তোমায় খুঁজে বেড়াবে
আমি আমার হৃদয় খুলে দেব
সকল বেদনা সয়ে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মুকিত ২৪/১০/২০১৩ধন্যবাদ সবাইকে।
-
আরজু নাসরিন পনি ২৪/১০/২০১৩ওয়াও ! দারুণ রোমান্টিক কবিতা !
প্রেয়সীকে নিয়ে এই আকুলতা ভালো লাগলো কবি । -
সাখাওয়াতুল আলম চৌধুরী. ২৩/১০/২০১৩বরই সৌন্দর্য কবিতা।চমৎকার লাগলো।
-
সুবীর কাস্মীর পেরেরা ২৩/১০/২০১৩খুব ভাল লাগল