অনেকদিন পর
আজ অনেকদিন পর তোমাকে দেখলাম
সেই মন ভোলানো হাসি
হৃদয় থামানো চাহনি
চোখের কোণে মুহূর্তে জমে ওঠা অশ্রু
সব একই রকম আছে।
তবে কেন মানুষ বলে তুমি বদলে গেছ?
আমার তো তোমাকে সেই আগের মতোই মনে হয়।
এখনো তোমার চোখে তাকিয়ে ঘোর আসে মনে
ঐ কপালের টিপে আটকে থাকে অপলক দৃষ্টি
তবু সবাই যে বলে তুমি অনেক বদলে গেছ?
তোমার কন্ঠে এখনো আছে সেই একই সুর
দু চোখে বেয়ে এখনো নেমে আসে অকারণ অশ্রু
চুলগুলো এখনো সেরকমই পরিপাটি
তবু সবাই যে বলে তুমি অনেক বদলে গেছ।
হয়তোবা বদলে গেছ ঠিকই
সমান্তরালে বদলে গেছে তোমাকে দেখার আমার সেই দৃষ্টি।
তাই আমার কাছে তুমি আগের মতোই আছো - চিরচেনা।
সেই মন ভোলানো হাসি
হৃদয় থামানো চাহনি
চোখের কোণে মুহূর্তে জমে ওঠা অশ্রু
সব একই রকম আছে।
তবে কেন মানুষ বলে তুমি বদলে গেছ?
আমার তো তোমাকে সেই আগের মতোই মনে হয়।
এখনো তোমার চোখে তাকিয়ে ঘোর আসে মনে
ঐ কপালের টিপে আটকে থাকে অপলক দৃষ্টি
তবু সবাই যে বলে তুমি অনেক বদলে গেছ?
তোমার কন্ঠে এখনো আছে সেই একই সুর
দু চোখে বেয়ে এখনো নেমে আসে অকারণ অশ্রু
চুলগুলো এখনো সেরকমই পরিপাটি
তবু সবাই যে বলে তুমি অনেক বদলে গেছ।
হয়তোবা বদলে গেছ ঠিকই
সমান্তরালে বদলে গেছে তোমাকে দেখার আমার সেই দৃষ্টি।
তাই আমার কাছে তুমি আগের মতোই আছো - চিরচেনা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আরজু নাসরিন পনি ২৩/১০/২০১৩
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ২২/১০/২০১৩চমৎকাার লিখেছে ন কবি।সত্যিই তো সব প্রেমিকের চোখেই তার প্রিয়তমা সবসময়ই একই থাকে।খুব ভালো লাগলো কবিতা।শুভেচ্ছা রইল।সেই সাথে শুভকামনা।
বেঁচে থাকুক ভালোবাসারা ।
অনেক শুভেচ্ছা রইল কবিকে ।।