অপেক্ষা
এবার আমি অপেক্ষায় রবো অনেকখানি সময় নিয়ে
সময়ের তারল্যে ভাসিয়ে দেব তোমার অভিমানের ঘনত্ব
তবু আমি বলবো না তোমায় আগের মতো ভালবাসতে
জমতে থাকুক ভালবাসা অভিমানের আবরণে
যেদিন অভিমানের খোলস ভেঙে বের হয়ে আসবে
আমার প্রতি তোমার আগের সেই উম্মত্ত ভালবাসা
প্রকাশের প্রচন্ড ইচ্ছার হাওয়ায় ভেসে
তুমি সেইদিন এসো ভালবাসি বলতে
আমি অপেক্ষায় রবো অনেকখানি সময় নিয়ে।
তুমিও থেকো অপেক্ষায় অনেকখানি সময় নিয়ে
যখন পারবে না আর, শুধু একটিবার বলে দিয়ো
অপেক্ষার তরল তপ্ত করে ভাসিয়ে দেব মেঘের সাথে
বৃষ্টি হয়ে পরবে ঝরে তোমার হৃদয় শীতল করে
তবু অপেক্ষায় থেকো অনেকখানি সময় নিয়ে।
সময়ের তারল্যে ভাসিয়ে দেব তোমার অভিমানের ঘনত্ব
তবু আমি বলবো না তোমায় আগের মতো ভালবাসতে
জমতে থাকুক ভালবাসা অভিমানের আবরণে
যেদিন অভিমানের খোলস ভেঙে বের হয়ে আসবে
আমার প্রতি তোমার আগের সেই উম্মত্ত ভালবাসা
প্রকাশের প্রচন্ড ইচ্ছার হাওয়ায় ভেসে
তুমি সেইদিন এসো ভালবাসি বলতে
আমি অপেক্ষায় রবো অনেকখানি সময় নিয়ে।
তুমিও থেকো অপেক্ষায় অনেকখানি সময় নিয়ে
যখন পারবে না আর, শুধু একটিবার বলে দিয়ো
অপেক্ষার তরল তপ্ত করে ভাসিয়ে দেব মেঘের সাথে
বৃষ্টি হয়ে পরবে ঝরে তোমার হৃদয় শীতল করে
তবু অপেক্ষায় থেকো অনেকখানি সময় নিয়ে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আরজু নাসরিন পনি ২২/১০/২০১৩
-
প্রবাসী পাঠক ২২/১০/২০১৩চমৎকার অভিব্যক্তি । কবিতাটি ভাল লাগল। শুভেছা আপনাকে....
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ২২/১০/২০১৩খুবই সুন্দর ভালবাসার অপেক্ষার কবিতা।
তারসাথে আবার অনেকখানি সময় ...
একটু কমানো যায় না ?
ভাবাবেগের প্রকাশটা ভালো লাগলো ।।