প্রতিনিয়ত পরিবর্তনশীল
তোমাকে বর্ণনা করতে গিয়ে আমি শব্দপাপী হয়েছি শতবার
তবু পরিপূর্ণ হয়নি বর্ণনার কবিতাগুলো
প্রতিনিয়ত পরিবর্তনশীল সৌন্দর্যের স্রোতে
তুমি ভেসে চলেছ নতুন নতুন রূপে।
তোমাকে বুঝতে গিয়ে আমি বোধশক্তি হারিয়েছি বারবার
তবু বুঝতে দাওনি সযতনে
প্রতিনিয়ত পরিবর্তনশীল ঐ মনের গভীরে
আগলে রেখেছিলে শুধু আমাকেই।
তোমাকে পাবার আকাঙ্ক্ষায় আমি উল্টো পথে হেঁটেছি বহুবার
তবু ধরা দাওনি তুমি প্রকাশ্যে
প্রতিনিয়ত পরিবর্তনশীল আকাঙ্ক্ষার টানের
শক্তিটুকু বুঝতে সময় নিয়েছ হয়তো।
তোমাকে ভুলবার প্রয়োজনীয়তায় আমি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি কতবার
তবু যেতে চাওনি একা করে
প্রতিনিয়ত পরিবর্তনশীল ভালোবাসার মানুষটি
শুধু আমিই ছিলাম বলেই হয়তো।
তবু পরিপূর্ণ হয়নি বর্ণনার কবিতাগুলো
প্রতিনিয়ত পরিবর্তনশীল সৌন্দর্যের স্রোতে
তুমি ভেসে চলেছ নতুন নতুন রূপে।
তোমাকে বুঝতে গিয়ে আমি বোধশক্তি হারিয়েছি বারবার
তবু বুঝতে দাওনি সযতনে
প্রতিনিয়ত পরিবর্তনশীল ঐ মনের গভীরে
আগলে রেখেছিলে শুধু আমাকেই।
তোমাকে পাবার আকাঙ্ক্ষায় আমি উল্টো পথে হেঁটেছি বহুবার
তবু ধরা দাওনি তুমি প্রকাশ্যে
প্রতিনিয়ত পরিবর্তনশীল আকাঙ্ক্ষার টানের
শক্তিটুকু বুঝতে সময় নিয়েছ হয়তো।
তোমাকে ভুলবার প্রয়োজনীয়তায় আমি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি কতবার
তবু যেতে চাওনি একা করে
প্রতিনিয়ত পরিবর্তনশীল ভালোবাসার মানুষটি
শুধু আমিই ছিলাম বলেই হয়তো।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ২২/১০/২০১৩খুবই লাগলো ভাই।
-
আরজু নাসরিন পনি ২২/১০/২০১৩তবুও ধরা দেও নি তুমি প্রকাশ্যে.....এখানে ধরা 'দাও' করে পড়তে আমার বেশি ভালো লাগলো ।
আপনিও পড়ে দেখতে পারেন এভাবে ।
খুব খুব সুন্দর কবিতার প্রকাশ । -
সুবীর কাস্মীর পেরেরা ২১/১০/২০১৩বেশ লেগেছে