চিন্তার গতিবিধি
আমার চিন্তাগুলো ঘুরছে ফিরছে হোঁচট খাচ্ছে
তোমার আঙিনায়
কখনো একটু উঁকি দিচ্ছে ঐ বন্ধ জানালায়
বুঝতে তোমার চিন্তার গতিবিধি।
তোমার চিন্তাগুলো চুপচাপ বসে ভুগছে
বোধহয় সিদ্ধান্তহীনতায়
একলা বসে খাটের পাশে আনমনা একাকীত্বে।
আমার ভালোবাসার পায়রাগুলো উড়ছে এদিক ওদিক
দিন শেষে ঠিক ফিরবে তাদের ঘরেই
তোমার বানানো ঘরে।
তোমার ভালোবাসার পায়রাগুলো আজ পথহারা।
খুঁজছে যে পথ ঘরে ফেরার সঙ্গী ছাড়া।
আমার মন খারাপের সময়গুলো থমকে আছে
বন্ধ ঘড়ির কাটার মাঝে
তোমার দেওয়া স্মৃতিগুলো সঙ্গী করে......।
তোমার আঙিনায়
কখনো একটু উঁকি দিচ্ছে ঐ বন্ধ জানালায়
বুঝতে তোমার চিন্তার গতিবিধি।
তোমার চিন্তাগুলো চুপচাপ বসে ভুগছে
বোধহয় সিদ্ধান্তহীনতায়
একলা বসে খাটের পাশে আনমনা একাকীত্বে।
আমার ভালোবাসার পায়রাগুলো উড়ছে এদিক ওদিক
দিন শেষে ঠিক ফিরবে তাদের ঘরেই
তোমার বানানো ঘরে।
তোমার ভালোবাসার পায়রাগুলো আজ পথহারা।
খুঁজছে যে পথ ঘরে ফেরার সঙ্গী ছাড়া।
আমার মন খারাপের সময়গুলো থমকে আছে
বন্ধ ঘড়ির কাটার মাঝে
তোমার দেওয়া স্মৃতিগুলো সঙ্গী করে......।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ২১/১০/২০১৩চমৎকার বিরহ. রোদন।সত্যিই তো এভাবে মন করার কোন মানে নয়।একজনের জন্য কখনোই একজীবন নয়।জীবন কে জীবনের মতো দেখুন।দেখবেন জীবন সত্যিই. সুন্দর।
-
আরজু নাসরিন পনি ২০/১০/২০১৩উমহু এভাবে মন খারাপ করে থাকতে হয় না...
জীবন কারো জন্যে থেমে থাকে না...
বিষন্নতায় ভরা সুন্দর কবিতা ।। -
আহমাদ সাজিদ ২০/১০/২০১৩ভালবাসার পায়রা উড়িয়ে দেবেন না। একে বেঁধে রাখুন। ভাল থাকবেন। ধন্যবাদ