শ্বাসহীন
বাতাসে আজ বিচ্ছেদের গন্ধ তাই শ্বাস নিতে চাইনা আর
দম আটকে মৃত্যুপথযাত্রী হবো
তবু কিভাবে নেব শ্বাস ঐ বাতাসে
যেখানে প্রতিটি বায়ুকণার মাঝে চেপে আছে
তোমার চলে যাওয়ার তীব্র গন্ধ।
তাই আজ শ্বাসহীন হয়ে মৃত্যুর গন্ধ নেব,
তবু তোমার গন্ধে মৃত্যু চাইনা আজ।
তুমি বেঁচে থাকো জন্ম জন্মান্তরে
তোমার মৃত্যুর অপেক্ষায়,
আমি তোমার জন্য দিয়ে গেলাম
আমার অংশের পৃথিবীটুকু,
যাতে পুরোটাই ছিল শুধু তোমারই অধিকার।
দম আটকে মৃত্যুপথযাত্রী হবো
তবু কিভাবে নেব শ্বাস ঐ বাতাসে
যেখানে প্রতিটি বায়ুকণার মাঝে চেপে আছে
তোমার চলে যাওয়ার তীব্র গন্ধ।
তাই আজ শ্বাসহীন হয়ে মৃত্যুর গন্ধ নেব,
তবু তোমার গন্ধে মৃত্যু চাইনা আজ।
তুমি বেঁচে থাকো জন্ম জন্মান্তরে
তোমার মৃত্যুর অপেক্ষায়,
আমি তোমার জন্য দিয়ে গেলাম
আমার অংশের পৃথিবীটুকু,
যাতে পুরোটাই ছিল শুধু তোমারই অধিকার।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ১৬/১০/২০১৩খুুবই চমৎকা র একটি ভাবনা।সত্যিই সুন্দর উপস্থাপন।খুবই ভালো লাগলো।ধন্যবাদ আপনার কবিতা র জন্য।শুভেচ্ছা এবং শুভকামনা আপনার জন্য।