প্রতিক্ষা
সেই বৈশাখে ডেকেছিলাম
সাড়া দিলে আশ্বিনে এসে
মাঝখানে শুধুই অকারণ প্রতিক্ষা
মাঝে মাঝেই আর না ডাকার প্রতিজ্ঞা
প্রতিক্ষা আর প্রতিজ্ঞার মাঝখানে তুমি আর আমি
আর আমাদের অসমাপ্ত ভালোবাসা
ভালোই কাটছিল জীবন
মাঝখানে শ্রাবণের বর্ষণ টুকু ভুলে গেলেই
চমৎকার জীবন আমাদের
হয়তো বা শ্রাবণ টা আবশ্যক ই ছিলো
আশ্বিন আনার জন্য।
সাড়া দিলে আশ্বিনে এসে
মাঝখানে শুধুই অকারণ প্রতিক্ষা
মাঝে মাঝেই আর না ডাকার প্রতিজ্ঞা
প্রতিক্ষা আর প্রতিজ্ঞার মাঝখানে তুমি আর আমি
আর আমাদের অসমাপ্ত ভালোবাসা
ভালোই কাটছিল জীবন
মাঝখানে শ্রাবণের বর্ষণ টুকু ভুলে গেলেই
চমৎকার জীবন আমাদের
হয়তো বা শ্রাবণ টা আবশ্যক ই ছিলো
আশ্বিন আনার জন্য।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ১৬/১০/২০১৩চমৎকার প্রকৃতির সাথে প্রেমের বন্ধন।ভালোো লাগলো।ধন্যবাদ এবং সেই সাথে শুভেচ্ছা ও শুভকামনা।
-
সুবীর কাস্মীর পেরেরা ১৪/১০/২০১৩বেশ লেগেছে