অসময়
শুনলাম তুমি নাকি ফিরতে চেয়েছিলে
দূরত্ব ছেড়ে নৈকট্যের কাছে
যখন আমি দূরত্বের সাথে বন্ধুত্ব করেছি পাকাপোক্ত
এভাবে সময় ছেড়ে অসময়ের সাথে চললে তো বহুকাল
আর কত সময় গেলে তুমি শুদ্ধ হবে
আর কত ভুল হলে তুমি ভুল বুঝতে শিখবে
তার চেয়ে বরং ভুলে যাও আমায়
ভেবে নিও দুঃস্বপ্নের মাঝে দেখা হয়েছিল দুজনার
ঘুম ভেঙে হারিয়ে গেছি বিস্মৃতির অন্তরালে।
বন্ধ ঘড়ির কাটার মাঝে সময় আটকে রাখা যায়না
যেমন যায়না বন্ধ মনের মাঝে আটকে রাখা তোমার স্মৃতি
প্রতি পদক্ষেপে সামনে এসে দাঁড়ায় তোমার রূপ নিয়ে
সেই প্রতি মুহূর্তের তুমি হয়ে।
দূরত্ব ছেড়ে নৈকট্যের কাছে
যখন আমি দূরত্বের সাথে বন্ধুত্ব করেছি পাকাপোক্ত
এভাবে সময় ছেড়ে অসময়ের সাথে চললে তো বহুকাল
আর কত সময় গেলে তুমি শুদ্ধ হবে
আর কত ভুল হলে তুমি ভুল বুঝতে শিখবে
তার চেয়ে বরং ভুলে যাও আমায়
ভেবে নিও দুঃস্বপ্নের মাঝে দেখা হয়েছিল দুজনার
ঘুম ভেঙে হারিয়ে গেছি বিস্মৃতির অন্তরালে।
বন্ধ ঘড়ির কাটার মাঝে সময় আটকে রাখা যায়না
যেমন যায়না বন্ধ মনের মাঝে আটকে রাখা তোমার স্মৃতি
প্রতি পদক্ষেপে সামনে এসে দাঁড়ায় তোমার রূপ নিয়ে
সেই প্রতি মুহূর্তের তুমি হয়ে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ১৪/১০/২০১৩খুবই সুন্দর একটি ভাবের কবিতা।কবিতা য় কবির আক্ষেপ প্রকাশ হয়েছে ক্ষোভের সাথে।চমৎকার হয়েছে।ধন্যবাদ কবিতা র জন্য।ভালবাসা এবং শুভকামনা সবসময়।
-
সুবীর কাস্মীর পেরেরা ১৪/১০/২০১৩খুব ভাল লাগল