সিঁদুর মাখা পাপ
জানি বলাটা পাপ হবে......
তবু খুব বেশি ইচ্ছে হয় প্রতি সকালে তোমার চুলের সিঁথিতে একটুখানি সিঁদুর মেখে দেই...
অনেক বেশি ভালবাসা আর কাছে রাখার একটু চিহ্ন এঁকে দেই....
তোমার ঐ ভোরের স্নান মাখা শরীর
টাকে জড়িয়ে ধরে কপালে এঁকে দেই প্রগাঢ় এক চুম্বন রেখা।
হলোই না হয় একটু সিঁদুর মাখা পাপ....
তবু পুরনোকে বারবার নতুন করে পাওয়ার এক সুখ আছে এতে।
অনেক ইচ্ছে হয় তোমার চোখের ভাষায় আমার প্রতি প্রচন্ড সেই মায়া দেখতে
ভালবাসার নয়...ছেড়ে থাকতে না পারার মায়া....
তোমার চোখে দেখতে ইচ্ছে হয় নতুন নতুন আমাকে....
আমার প্রতি কিছুটা বিস্ময়মাখা...কিছুটা শ্রদ্ধা....কিছুটা প্রেম আর অনেকখানি নির্ভরশীলতা মেশানো সেই দৃষ্টি।
তোমার ঐ তীর্যক হাসিটুকু শুধুই আমার
অন্যের জন্য না হয় মুক্তো ঝরানো হাসিই দিও।
তোমার ঐ কন্ঠের মিষ্টি গানে ভাঙবে শুধুই আমার ঘুম
তোমার জন্য আমি ভারি স্বার্থপর হতে চাই।
তোমাকে ঘিরে রাখতে চাই প্রতি মুহূর্তে অসীম ভালবাসায়
বিরক্ত হবে নাতো কখনো.....
প্রকৃত ভালবাসা অনেক বেশি একরোখা আর এমনই স্বার্থপর হয়.....।
তবু খুব বেশি ইচ্ছে হয় প্রতি সকালে তোমার চুলের সিঁথিতে একটুখানি সিঁদুর মেখে দেই...
অনেক বেশি ভালবাসা আর কাছে রাখার একটু চিহ্ন এঁকে দেই....
তোমার ঐ ভোরের স্নান মাখা শরীর
টাকে জড়িয়ে ধরে কপালে এঁকে দেই প্রগাঢ় এক চুম্বন রেখা।
হলোই না হয় একটু সিঁদুর মাখা পাপ....
তবু পুরনোকে বারবার নতুন করে পাওয়ার এক সুখ আছে এতে।
অনেক ইচ্ছে হয় তোমার চোখের ভাষায় আমার প্রতি প্রচন্ড সেই মায়া দেখতে
ভালবাসার নয়...ছেড়ে থাকতে না পারার মায়া....
তোমার চোখে দেখতে ইচ্ছে হয় নতুন নতুন আমাকে....
আমার প্রতি কিছুটা বিস্ময়মাখা...কিছুটা শ্রদ্ধা....কিছুটা প্রেম আর অনেকখানি নির্ভরশীলতা মেশানো সেই দৃষ্টি।
তোমার ঐ তীর্যক হাসিটুকু শুধুই আমার
অন্যের জন্য না হয় মুক্তো ঝরানো হাসিই দিও।
তোমার ঐ কন্ঠের মিষ্টি গানে ভাঙবে শুধুই আমার ঘুম
তোমার জন্য আমি ভারি স্বার্থপর হতে চাই।
তোমাকে ঘিরে রাখতে চাই প্রতি মুহূর্তে অসীম ভালবাসায়
বিরক্ত হবে নাতো কখনো.....
প্রকৃত ভালবাসা অনেক বেশি একরোখা আর এমনই স্বার্থপর হয়.....।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ১৪/১০/২০১৩অনবদ্য এক ভালবাসা র বহিঃপ্রকাশ এই কবিতা য়।খুব চমৎকার একটি ভাবনা।যা পাঠকের মন ছুঁইয়ে যায়।ভালো হয়েছে কবিতা।শুভেচ্ছা আপনার জন্য।
-
সুবীর কাস্মীর পেরেরা ১৩/১০/২০১৩খুব ভাল লাগল