সময়রেখার পথ ধরে
অসংজ্ঞায়িত সময়ের ক্রমাগত বয়ে চলা থামাতে মন চায়
মন চায় সময়ের বিপরীতে অনেকটা দূর চলতে
সময় কে স্থির করে তাই মাঝে মাঝে ছুঁটে চলি অতীতের চেনা সময় গুলোতে
কাটিয়ে আসি কিছুটা বর্তমান অতীত অস্তিত্বের মাঝে
এই অস্তিত্বটুকু কিনে নেই বর্তমানের চড়া মূল্যে
ভবিষ্যতকে ঠেলে দেয় মন সজোরে
ভবিষ্যতকে বড় ভয় হয় - না জানার ভয়
সময় রেখার শূন্যবিন্দুতে দাঁড়িয়ে তাই হয়ে যাই কিংকর্তব্যবিমূঢ়
অপ্রিয় বর্তমান থেকে কখনোই মুক্তি নেই জেনে মেনে নেই অসহায়ত্বের যন্ত্রণা
বর্তমানে স্থির থেকে ক্রমাগত ছুঁটে চলা ভবিষ্যতের পথে - অনিচ্ছার শেকলবন্দী হয়ে
এভাবেই ভবিষ্যতে অপেক্ষমান কোন এক বর্তমান বিন্দুর প্রতি ছুটে চলা প্রত্যেকের
মৃত্যুর আলিঙ্গনে নিজস্ব সময়রেখাটির শেষবিন্দুতে সমর্পিত হওয়ার টানে......।
মন চায় সময়ের বিপরীতে অনেকটা দূর চলতে
সময় কে স্থির করে তাই মাঝে মাঝে ছুঁটে চলি অতীতের চেনা সময় গুলোতে
কাটিয়ে আসি কিছুটা বর্তমান অতীত অস্তিত্বের মাঝে
এই অস্তিত্বটুকু কিনে নেই বর্তমানের চড়া মূল্যে
ভবিষ্যতকে ঠেলে দেয় মন সজোরে
ভবিষ্যতকে বড় ভয় হয় - না জানার ভয়
সময় রেখার শূন্যবিন্দুতে দাঁড়িয়ে তাই হয়ে যাই কিংকর্তব্যবিমূঢ়
অপ্রিয় বর্তমান থেকে কখনোই মুক্তি নেই জেনে মেনে নেই অসহায়ত্বের যন্ত্রণা
বর্তমানে স্থির থেকে ক্রমাগত ছুঁটে চলা ভবিষ্যতের পথে - অনিচ্ছার শেকলবন্দী হয়ে
এভাবেই ভবিষ্যতে অপেক্ষমান কোন এক বর্তমান বিন্দুর প্রতি ছুটে চলা প্রত্যেকের
মৃত্যুর আলিঙ্গনে নিজস্ব সময়রেখাটির শেষবিন্দুতে সমর্পিত হওয়ার টানে......।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ১৩/১০/২০১৩চমৎকার সব শব্দের ব্যবহার।সেই সাথে ভাষার প্রাঞ্জলতা কবিতা টিকে আরও সুন্দর করে তুলেছে।আপনি বরাবরই ভালো লিখেন।এই কবিতা টি খুবই গভীর ভাব নিয়ে লেখা তা খুবই স্পষ্ট।কিছুটা হতাশা কিছুটা ভীতি কবিতা টিকে অনন্য এক পর্যায়ে নিয়ে গেছে।খুব ভালো লাগলো।ধন্যবাদ কবিতা র জন্য।শুভকামনা সবসময়।