ফিরে যাওয়া
বহুদিন হয়ে গেল ভালোবাসিনা তোমায়
কিছুটা অভিমানে আর অনেকটাই অকারণে
ঠিক যেভাবে অকারণে ভালোবেসেছিলাম
সেই অজানা কারণকে অকারণ ভেবে আজ আর ভালোবাসিনা তোমায়।
তোমার আমার স্বপ্নের পথে আজ একলাই পথ চলি
মাঝে মাঝে ক্লান্তি এসে বলে ফিরে যেতে
তবু যাইনা ফিরে
তোমারই কথা মনে করে।
ফিরে গেছ তুমি যাত্রার শুরুতেই
অনেক বেশি ভালোবাসা নিয়ে
দিয়ে গেছ খালি আমার সততার পুরষ্কার স্বরূপ
না বোঝা এক একাকিত্ব।
কিছুটা অভিমানে আর অনেকটাই অকারণে
ঠিক যেভাবে অকারণে ভালোবেসেছিলাম
সেই অজানা কারণকে অকারণ ভেবে আজ আর ভালোবাসিনা তোমায়।
তোমার আমার স্বপ্নের পথে আজ একলাই পথ চলি
মাঝে মাঝে ক্লান্তি এসে বলে ফিরে যেতে
তবু যাইনা ফিরে
তোমারই কথা মনে করে।
ফিরে গেছ তুমি যাত্রার শুরুতেই
অনেক বেশি ভালোবাসা নিয়ে
দিয়ে গেছ খালি আমার সততার পুরষ্কার স্বরূপ
না বোঝা এক একাকিত্ব।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ১৩/১০/২০১৩খুবই বেদনাদায়ক।ভালবেসে ভালবাসা না পাওয়া খুবই কষ্টের।আবার সেই ভালবাসাা লাল ন করাও কষ্টের।মাঝে ঘৃণা জন্মে কিন্তু সত্যিকারের ভালবাসা কে কখনো যায় না ঘৃণা করতে।ধন্যবাদ কবি ।সুন্দর হয়েছে।
-
নাজমুন নাহার ১২/১০/২০১৩বহুদিন হয়ে গেল ভালবাসিনা তোমায় !
খুব ভাল লাগা লেখায় !