কবিতার মাঝে
আমার নীল আকাশে কালো মেঘ আমিই এনেছি টেনে,
কবিতার বুকে বৃষ্টি ঝরাবো বলে।
আমার উত্তাল সমুদ্রে ধরে রেখেছি ভাটার একাকিত্ব,
কবিতায় জোয়ার আনবো বলে।
আমার সবুজ বনে শীতের ঝরে পড়া পাতার মর্মরতা,
কবিতায় বসন্ত আনবো বলে।
আমার সাদা কাগজে ভাষা বিহীন চিঠি,
কবিতার ভাষা দেবো বলে।
আমার নিশীথ রাতে অমাবস্যার ছোঁয়া,
কবিতার মাঝে পূর্ণিমা রবে বলে।
আমার নির্ঘুম চোখে আজকে শুধুই জল,
কবিতার মাঝে ঘুমোতে যাবো বলে।
কবিতার বুকে বৃষ্টি ঝরাবো বলে।
আমার উত্তাল সমুদ্রে ধরে রেখেছি ভাটার একাকিত্ব,
কবিতায় জোয়ার আনবো বলে।
আমার সবুজ বনে শীতের ঝরে পড়া পাতার মর্মরতা,
কবিতায় বসন্ত আনবো বলে।
আমার সাদা কাগজে ভাষা বিহীন চিঠি,
কবিতার ভাষা দেবো বলে।
আমার নিশীথ রাতে অমাবস্যার ছোঁয়া,
কবিতার মাঝে পূর্ণিমা রবে বলে।
আমার নির্ঘুম চোখে আজকে শুধুই জল,
কবিতার মাঝে ঘুমোতে যাবো বলে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Înšigniã Āvî ০৬/১০/২০১৩দারুন দারুন দারুন
-
সাদিয়া ০৬/১০/২০১৩valo hoice...........:-)
-
ডাঃ প্রবীর আচার্য নয়ন ০৬/১০/২০১৩আমার শুধু এমন কবিতা খোঁজা
কবিতা ভালো লাগে বলে। খুব ভালো লেগেছে