চেয়েছি তোমার কাছে
প্রেম চেয়েছি তোমার কাছে.....
সেই প্রেম যা গোপনীয়তা ভঙ্গের দুষ্টুমিতে মাখামাখি
সেই সাথে প্রচণ্ড আবেগে একে অপরকে জড়িয়ে বিলীন হওয়ার তীব্রতম অনুভূতি।
ভালোবাসা চেয়েছি তোমার কাছে.....
যাতে থাকবে মান অভিমানের দ্রাবকে দ্রবীভূত
দূরে থেকেও কাছে থাকা তোমার আমার দুটি মন।
ভালোলাগা চেয়েছি তোমার কাছে......
যেই ভালোলাগার অসংখ্য কারণ থাকলেও মনে হবে তা শুধুই
অকারণ অস্পষ্টতা।
বন্ধুত্ব চেয়েছি তোমার কাছে.....
যার প্রতি পরতে পরতে থাকবে জড়ায়ে অকৃত্রিম এক টান.....
কখনোবা খাপছাড়া ভালোলাগার আকর্ষণ।
অভিমান চেয়েছি তোমার কাছে.....
যাতে সুস্পষ্টভাবে ফুটে উঠবে আমার প্রতি তোমার অব্যক্ত চাওয়া
পূরণ না হওয়ার বেদনা।
কামনা চেয়েছি তোমার ঐ দু চোখের ভাষায়.....
যাতে থাকবে অস্পষ্টতার বাকা চাহনির স্বর্গীয় ছলনা।
আর কতো খন্ডে- কতো ভঙ্গিতে চাইবো তোমায় বলো?
তাই আজ এবং ভবিষ্যতে চাই শুধু তোমাকে...
যার মাঝে অবলীলায় প্রকাশ ঘটবে তোমার
সাদা কালো আর রঙিণ সব সত্ত্বার
খন্ডিত তোমায় একীভূত করেই তাই আজ পেতে চাই
বড় বেশী আকর্ষণের টানে....
জানি তুমি শুধুই আমার.....তবু পেতে চাই বার বার
একটুকু না চেয়ে।
সেই প্রেম যা গোপনীয়তা ভঙ্গের দুষ্টুমিতে মাখামাখি
সেই সাথে প্রচণ্ড আবেগে একে অপরকে জড়িয়ে বিলীন হওয়ার তীব্রতম অনুভূতি।
ভালোবাসা চেয়েছি তোমার কাছে.....
যাতে থাকবে মান অভিমানের দ্রাবকে দ্রবীভূত
দূরে থেকেও কাছে থাকা তোমার আমার দুটি মন।
ভালোলাগা চেয়েছি তোমার কাছে......
যেই ভালোলাগার অসংখ্য কারণ থাকলেও মনে হবে তা শুধুই
অকারণ অস্পষ্টতা।
বন্ধুত্ব চেয়েছি তোমার কাছে.....
যার প্রতি পরতে পরতে থাকবে জড়ায়ে অকৃত্রিম এক টান.....
কখনোবা খাপছাড়া ভালোলাগার আকর্ষণ।
অভিমান চেয়েছি তোমার কাছে.....
যাতে সুস্পষ্টভাবে ফুটে উঠবে আমার প্রতি তোমার অব্যক্ত চাওয়া
পূরণ না হওয়ার বেদনা।
কামনা চেয়েছি তোমার ঐ দু চোখের ভাষায়.....
যাতে থাকবে অস্পষ্টতার বাকা চাহনির স্বর্গীয় ছলনা।
আর কতো খন্ডে- কতো ভঙ্গিতে চাইবো তোমায় বলো?
তাই আজ এবং ভবিষ্যতে চাই শুধু তোমাকে...
যার মাঝে অবলীলায় প্রকাশ ঘটবে তোমার
সাদা কালো আর রঙিণ সব সত্ত্বার
খন্ডিত তোমায় একীভূত করেই তাই আজ পেতে চাই
বড় বেশী আকর্ষণের টানে....
জানি তুমি শুধুই আমার.....তবু পেতে চাই বার বার
একটুকু না চেয়ে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ডাঃ প্রবীর আচার্য নয়ন ০৫/১০/২০১৩এমন আকুলতা খুব কমই দেখা যায়। কবিতা খুব ভালো লেগেছে
-
Înšigniã Āvî ০৪/১০/২০১৩অসাধারণ