বার বার ভালবেসে ভুল করি
তুমি উদ্ধত.... তুমি দুর্গম..... তুমি সহজে দেওনা ধরা
তুমি কাঠিন্য ..... তুমি নির্মম .... তবু ভাবিনা তোমায় ছাড়া।
তুমি সুন্দর..... তুমি নির্মল....আমি তোমাতে হই আজ মুগ্ধ,
তুমি কোমলতা..... তুমি সজীবতা.....তোমায় না পেলে শ্বাস হয় রুদ্ধ।
তুমি সভ্যতা..... তুমি মার্জিত.... তুমি কখনো প্রয়োজনে রুক্ষ,
তুমি সাধারণ.... তবু অসাধারণ....তাই জীবনে তুমি আজ মূখ্য।
তুমি বেদনা..... তুমি যাতনা....তুমি না ভোলা কালো এক অধ্যায়,
তুমি সততা..... তুমি শালীনতা..... মাথা নত করি কখনোবা শ্রদ্ধায়।
তুমি অনিশ্চিত..... তুমি কান্না......তুমি ভুলে যেতে চাওয়া কোনো স্মৃতি,
তুমি তীর্যক..... তুমি কলঙ্ক...... তবু তোমাকেই করি আবৃতি।
তুমি সূচনা.... তুমি প্রেরণা.....তুমি না চেতেই পেয়ে যাওয়া ঈশ্বরী,
তুমি সরলতা.... তুমি প্রাণ্জল... তাই বার বার ভালবেসে ভুল করি।
তুমি কাঠিন্য ..... তুমি নির্মম .... তবু ভাবিনা তোমায় ছাড়া।
তুমি সুন্দর..... তুমি নির্মল....আমি তোমাতে হই আজ মুগ্ধ,
তুমি কোমলতা..... তুমি সজীবতা.....তোমায় না পেলে শ্বাস হয় রুদ্ধ।
তুমি সভ্যতা..... তুমি মার্জিত.... তুমি কখনো প্রয়োজনে রুক্ষ,
তুমি সাধারণ.... তবু অসাধারণ....তাই জীবনে তুমি আজ মূখ্য।
তুমি বেদনা..... তুমি যাতনা....তুমি না ভোলা কালো এক অধ্যায়,
তুমি সততা..... তুমি শালীনতা..... মাথা নত করি কখনোবা শ্রদ্ধায়।
তুমি অনিশ্চিত..... তুমি কান্না......তুমি ভুলে যেতে চাওয়া কোনো স্মৃতি,
তুমি তীর্যক..... তুমি কলঙ্ক...... তবু তোমাকেই করি আবৃতি।
তুমি সূচনা.... তুমি প্রেরণা.....তুমি না চেতেই পেয়ে যাওয়া ঈশ্বরী,
তুমি সরলতা.... তুমি প্রাণ্জল... তাই বার বার ভালবেসে ভুল করি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Înšigniã Āvî ২৯/০৯/২০১৩নতুন ধরনের....
-
ডাঃ প্রবীর আচার্য নয়ন ২৯/০৯/২০১৩তুমি শুষ্ক তুমি মরু তবু খুঁজি সেথা ছায়া তরু
তুমি দুঃখ তুমি শুরু তবু মনটা উড়ু উড়ু
খুব সুন্দর কবিতা নতুনত্ব আছে