আমি এক শব্দহীন কবিতা
তোমাকে দেখতে আজ বড় অন্য রকম লাগে
তোমাকে পাবার চেষ্টা আমায় তোমার থেকে নিয়েছে আজ
অনেকটাই দূরে।
বুঝিনি আমি- ক্রমাগত তুমি পেয়েছ বিকর্ষণ
আকর্ষণের ভ্রান্তিতে।
তোমাকে পাবার একটু একটু চেষ্টায় তুমি
একটু একটু করে হয়েছ পর।
আমার হৃদয় ভেঙ্গে চূড়ে অন্যের মনে গড়েছ তোমার ঘর।
প্রতি মুহূর্তের অবিশ্বস্তাকে ঢেকেছ
তোমার প্রতি আমার অন্ধবিশ্বাসের আবরণে।
তুমি যার নাম দিলে মোহ তা কি শুধু তাই?
তবে জীবনের সংঙ্গাটুকু দিয়ে যেও কোন এক অবসরে
না হয় দূর থেকেই দিও....না এসে আমার হৃদয়ে।
দুটি নদী যেখানে একত্রে মেশে
সেতো মোহের ছলনায় নয়...
মোহের প্রভাবে হয়না মোহনার সৃষ্টি
সেতো প্রকৃতির খেলা অথবা কোন প্রয়োজন।
জীবনকে যত ভালবাসবে সে ততোই ভয়ঙ্কর রূপে ধরা দেবে
তোমার চোখে-
সেই চোখ যাতে আমি অপলক তাকিয়ে থাকতাম
আমার মনের চোখ দিয়ে,
যদিও তুমি তা পাওনি দেখতে....
চেষ্টাও কি করেছিলে কখনো?
প্রচণ্ড ব্যস্ত জীবনে আমার অপ্রকাশিত মন
ক্রমাগত ভেবেছে তোমার কথা।
তোমার প্রতি অকৃত্রিম আকর্ষণে মোহাবিষ্ট আমি
প্রতি মুহূর্তে ভুলেছি আমায় প্রকাশের প্রয়োজনীয়তা
শুধু ভেবেছি আর অনুভব করেছি তোমাকে-
নিভৃতে এবং অতি একান্তে,
মনের সেই গহীন কোণে যেখানে কারো প্রবেশাধিকার নেই-
হয়তো বা তোমার ও।
কারণ আমি এমনই ছিলাম.....
চেয়েছি ও থাকতে এমনই।
প্রচণ্ড কষ্ট - অসহ্য কষ্ট এগুলো সীমাবদ্ধ ধারণা......
আমার কষ্ট শব্দহীন।
কিন্তু তুমিতো শব্দহীন আমাকে বুঝতে শেখোনি
অথবা চাওনি গ্রাহ্য করতে।
তুমি চেয়েছ আমার ছোঁয়া-
আমি আমার মনের তোমাকে প্রতি মুহূর্তে জড়িয়ে ধরেছি
প্রচণ্ড শক্তিতে।
তুমি চেয়েছ আমার শব্দ-
আমি হয়তো পছন্দ করেছি শব্দহীন কবিতা লিখতে...... ।
.....মুকিত
তোমাকে পাবার চেষ্টা আমায় তোমার থেকে নিয়েছে আজ
অনেকটাই দূরে।
বুঝিনি আমি- ক্রমাগত তুমি পেয়েছ বিকর্ষণ
আকর্ষণের ভ্রান্তিতে।
তোমাকে পাবার একটু একটু চেষ্টায় তুমি
একটু একটু করে হয়েছ পর।
আমার হৃদয় ভেঙ্গে চূড়ে অন্যের মনে গড়েছ তোমার ঘর।
প্রতি মুহূর্তের অবিশ্বস্তাকে ঢেকেছ
তোমার প্রতি আমার অন্ধবিশ্বাসের আবরণে।
তুমি যার নাম দিলে মোহ তা কি শুধু তাই?
তবে জীবনের সংঙ্গাটুকু দিয়ে যেও কোন এক অবসরে
না হয় দূর থেকেই দিও....না এসে আমার হৃদয়ে।
দুটি নদী যেখানে একত্রে মেশে
সেতো মোহের ছলনায় নয়...
মোহের প্রভাবে হয়না মোহনার সৃষ্টি
সেতো প্রকৃতির খেলা অথবা কোন প্রয়োজন।
জীবনকে যত ভালবাসবে সে ততোই ভয়ঙ্কর রূপে ধরা দেবে
তোমার চোখে-
সেই চোখ যাতে আমি অপলক তাকিয়ে থাকতাম
আমার মনের চোখ দিয়ে,
যদিও তুমি তা পাওনি দেখতে....
চেষ্টাও কি করেছিলে কখনো?
প্রচণ্ড ব্যস্ত জীবনে আমার অপ্রকাশিত মন
ক্রমাগত ভেবেছে তোমার কথা।
তোমার প্রতি অকৃত্রিম আকর্ষণে মোহাবিষ্ট আমি
প্রতি মুহূর্তে ভুলেছি আমায় প্রকাশের প্রয়োজনীয়তা
শুধু ভেবেছি আর অনুভব করেছি তোমাকে-
নিভৃতে এবং অতি একান্তে,
মনের সেই গহীন কোণে যেখানে কারো প্রবেশাধিকার নেই-
হয়তো বা তোমার ও।
কারণ আমি এমনই ছিলাম.....
চেয়েছি ও থাকতে এমনই।
প্রচণ্ড কষ্ট - অসহ্য কষ্ট এগুলো সীমাবদ্ধ ধারণা......
আমার কষ্ট শব্দহীন।
কিন্তু তুমিতো শব্দহীন আমাকে বুঝতে শেখোনি
অথবা চাওনি গ্রাহ্য করতে।
তুমি চেয়েছ আমার ছোঁয়া-
আমি আমার মনের তোমাকে প্রতি মুহূর্তে জড়িয়ে ধরেছি
প্রচণ্ড শক্তিতে।
তুমি চেয়েছ আমার শব্দ-
আমি হয়তো পছন্দ করেছি শব্দহীন কবিতা লিখতে...... ।
.....মুকিত
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ইব্রাহীম রাসেল ২৮/০৯/২০১৩ভাবের ব্যঞ্জনা আছে কাব্যের রসের কমতি পেলাম
-
ডাঃ প্রবীর আচার্য নয়ন ২৮/০৯/২০১৩কল না আসলে মোবাইলটা যেমন
তেমনি ভালোবাসা ছাড়া মানুষের জীবন
এক শব্দহীন কবিতা
খুব খুব ভালো লেগেছে -
Înšigniã Āvî ২৮/০৯/২০১৩ভীষণ মন ছুঁয়ে যাওয়া