সেই পনের টা দিন
তোমার ঐ রৌদ্রতপ্ত শরীর ঘেমে একাকার
এর চেয়ে রাত্রি ভালো।
তোমার আমার ব্যক্তিগত পথে চলার সময় তখন,
একে অপরের আর্দ্রতায় অস্থির অবগাহন।
তুমি রৌদ্রের প্রতিমা না হয়ে নিশীর চন্দ্রিমা হতে
আমি চাইতাম না তবে ক্লান্ত অন্ধকার।
চাইনি তোমার ক্ষণিক প্রশ্রয়ে তুষ্ট হতে
তার চেয়ে বরং বিস্মৃতিই ভালো।
আমার ঘুমে স্বপ্ন নেই
তোমার সান্নিধ্যের অপরূপ ঘ্রাণ আছে।
আমায় তোমার নিঃসঙ্গতা দেবে?
অথবা তোমার সেই নিমেষ হারা দৃষ্টি...
আমি তোমার কাছেই লুকিয়ে রাখব তোমায় না ছোঁয়া
সেই পনের টা দিন,
সাথে রাত্রিগুলোও।
তোমার এড়িয়ে যাবার চঞ্চলতা অথবা অপ্রতিভ হাসি চাইনি,
চাইনি তোমার পাপমোচনকারী বিষন্নতা।
একই নদী তুমি তবু কেন আজ অন্য রকম ঢেউ....
কী প্রগাঢ় তোমার বিচ্ছিন্নতা
আমায় আজ একটুখানি নিজের মাঝেই হারাতে দাও
আমার বেঁচে থাকা আজ শুধুই স্বপ্নভাঙ্গা শোক।
এর চেয়ে রাত্রি ভালো।
তোমার আমার ব্যক্তিগত পথে চলার সময় তখন,
একে অপরের আর্দ্রতায় অস্থির অবগাহন।
তুমি রৌদ্রের প্রতিমা না হয়ে নিশীর চন্দ্রিমা হতে
আমি চাইতাম না তবে ক্লান্ত অন্ধকার।
চাইনি তোমার ক্ষণিক প্রশ্রয়ে তুষ্ট হতে
তার চেয়ে বরং বিস্মৃতিই ভালো।
আমার ঘুমে স্বপ্ন নেই
তোমার সান্নিধ্যের অপরূপ ঘ্রাণ আছে।
আমায় তোমার নিঃসঙ্গতা দেবে?
অথবা তোমার সেই নিমেষ হারা দৃষ্টি...
আমি তোমার কাছেই লুকিয়ে রাখব তোমায় না ছোঁয়া
সেই পনের টা দিন,
সাথে রাত্রিগুলোও।
তোমার এড়িয়ে যাবার চঞ্চলতা অথবা অপ্রতিভ হাসি চাইনি,
চাইনি তোমার পাপমোচনকারী বিষন্নতা।
একই নদী তুমি তবু কেন আজ অন্য রকম ঢেউ....
কী প্রগাঢ় তোমার বিচ্ছিন্নতা
আমায় আজ একটুখানি নিজের মাঝেই হারাতে দাও
আমার বেঁচে থাকা আজ শুধুই স্বপ্নভাঙ্গা শোক।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Înšigniã Āvî ২৮/০৯/২০১৩
-
দাদা মুহাইমিন চৌধূরী ২৭/০৯/২০১৩দুঃখ পেলাম কবি। অসাধারন কবিতা
-
সুবীর কাস্মীর পেরেরা ২৭/০৯/২০১৩মনে দোলা লেগে যায়, কবিতার কাব্যিকতায়
অসাধারণ কাব্যিকতা।