ভালবাসা আসলে দ্বিচক্রযান
ভালবাসা আসলে দ্বিচক্রযানের মতো। ভালবাসার ক্ষেত্রেও
সাইকেলের মতোই গতি আর ব্যালেন্স - এই দুইয়ের
মাঝে একটা সুনির্দিষ্ট সম্পর্ক আছে। সাইকেল যেমন
ধীরে চালাতে বেশি ব্যালেন্স এর প্রয়োজন হয়
কিছুটা গতি আনলে ব্যালেন্স রাখা সহজ হয় ভালবাসাও তেমনি।
সাইকেলের চাকা দুটোর আকৃতি এবং ক্ষমতার একটা ব্যালেন্স ও জরুরি।
ভালবাসার মানুষ দুটোর মাঝেও তদ্রুপ কিছু মিল থাকা জরুরি।
সাইকেলের ক্ষেত্রে ব্রেক যেমন জরুরি, ভালবাসার ক্ষেত্রেও
তেমনি জরুরি মাঝে মাঝে ভালবাসতে থামিয়ে দেওয়া। ব্রেক কাজ
করছে কিনা সেটা বুঝতে পারাটা জরুরি। এতে নিয়ন্ত্রনের আওতাটুকু
বোঝা যায়। নিয়ন্ত্রণহীন ভালবাসা পরিবেশবান্ধব নয়।
ভালবাসতে বাসতে মাঝে মাঝে বিশ্রাম নিতে হয়।
ওটাকে অনেকে বলে মনোমালিন্য কখনোবা অভিমান;
আমি বলি অভিনয় বিরতি।
মোদ্দাকথা হলো ভালবাসা হলো দ্বিচক্রযান। তৃতীয় চাকা সেই
ভালবাসাতে লাগে যার গতি কম বলে ব্যালেন্স রাখা মুশকিল
অথবা যে ভালবাসা এখনো শৈশব পার হয়নি।
সাইকেলের মতোই গতি আর ব্যালেন্স - এই দুইয়ের
মাঝে একটা সুনির্দিষ্ট সম্পর্ক আছে। সাইকেল যেমন
ধীরে চালাতে বেশি ব্যালেন্স এর প্রয়োজন হয়
কিছুটা গতি আনলে ব্যালেন্স রাখা সহজ হয় ভালবাসাও তেমনি।
সাইকেলের চাকা দুটোর আকৃতি এবং ক্ষমতার একটা ব্যালেন্স ও জরুরি।
ভালবাসার মানুষ দুটোর মাঝেও তদ্রুপ কিছু মিল থাকা জরুরি।
সাইকেলের ক্ষেত্রে ব্রেক যেমন জরুরি, ভালবাসার ক্ষেত্রেও
তেমনি জরুরি মাঝে মাঝে ভালবাসতে থামিয়ে দেওয়া। ব্রেক কাজ
করছে কিনা সেটা বুঝতে পারাটা জরুরি। এতে নিয়ন্ত্রনের আওতাটুকু
বোঝা যায়। নিয়ন্ত্রণহীন ভালবাসা পরিবেশবান্ধব নয়।
ভালবাসতে বাসতে মাঝে মাঝে বিশ্রাম নিতে হয়।
ওটাকে অনেকে বলে মনোমালিন্য কখনোবা অভিমান;
আমি বলি অভিনয় বিরতি।
মোদ্দাকথা হলো ভালবাসা হলো দ্বিচক্রযান। তৃতীয় চাকা সেই
ভালবাসাতে লাগে যার গতি কম বলে ব্যালেন্স রাখা মুশকিল
অথবা যে ভালবাসা এখনো শৈশব পার হয়নি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সালমান মাহফুজ ২৬/০৯/২০১৩ভালোবাসার বেশ ইন্টারেসটিং ব্যাখ্যা ।
-
Înšigniã Āvî ২৬/০৯/২০১৩খুব ভাল বিশ্লেষণ