ভালবাসার ছোট্ট ছোট্ট মূর্তিগুলো
তুমি চলে যাওয়ায় আমার চোখে জল আসেনি
আমার যে মরুভুমি মন;
ধু ধু প্রান্তর জুড়ে শুধুই ধুলো,
মাঝে মাঝে হঠাত মরুদ্যান;
মানুষ থাকার মত সুবিধার নয় এই মন।
তুমি বলে কেঁদেছ অনেক...
কাঁদতেই পারো,
তোমার মন তো ক্রান্তিয় বনভুমি অঞ্চল;
সবুজ সতেজ গাছপালা,
মৌসুমি বায়ু তাড়িত ভারি মেঘমালা
ক্ষণে ক্ষণে বৃস্টি......
তুমিতো কাঁদতেই পারো।
আমার মনের রুক্ষতা দুর করতে পারে কেবল ঐ বৃস্টি ঝরা জল
আর তাইতো আমি মরুভুমির বেদুইন হয়েও বার বার ফিরে যাই তোমারই কাছে...
ঐ অনেক জলের একটু পাওয়ার জন্য
ওতেই নাহয় ভরিয়ে রাখব আমার মরুদ্যান
তোমার দেওয়া জলে......
বিনিময়ে তোমায় দেব আমার ধুলো মন,
ধুলো জলের মিশ্র কাদায় গড়ে নিও ভালবাসার ছোট্ট ছোট্ট মূর্তিগুলো...।
....মুকিত
আমার যে মরুভুমি মন;
ধু ধু প্রান্তর জুড়ে শুধুই ধুলো,
মাঝে মাঝে হঠাত মরুদ্যান;
মানুষ থাকার মত সুবিধার নয় এই মন।
তুমি বলে কেঁদেছ অনেক...
কাঁদতেই পারো,
তোমার মন তো ক্রান্তিয় বনভুমি অঞ্চল;
সবুজ সতেজ গাছপালা,
মৌসুমি বায়ু তাড়িত ভারি মেঘমালা
ক্ষণে ক্ষণে বৃস্টি......
তুমিতো কাঁদতেই পারো।
আমার মনের রুক্ষতা দুর করতে পারে কেবল ঐ বৃস্টি ঝরা জল
আর তাইতো আমি মরুভুমির বেদুইন হয়েও বার বার ফিরে যাই তোমারই কাছে...
ঐ অনেক জলের একটু পাওয়ার জন্য
ওতেই নাহয় ভরিয়ে রাখব আমার মরুদ্যান
তোমার দেওয়া জলে......
বিনিময়ে তোমায় দেব আমার ধুলো মন,
ধুলো জলের মিশ্র কাদায় গড়ে নিও ভালবাসার ছোট্ট ছোট্ট মূর্তিগুলো...।
....মুকিত
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মুকিত ২৯/০৯/২০১৩সবাইকে অশেষ ধন্যবাদ।
-
দাদা মুহাইমিন চৌধূরী ২৫/০৯/২০১৩এইটা পইড়া কইতে ইচ্ছা হইল >> বুঝলিনা তুই what is love...
-
আহমাদ সাজিদ ২৫/০৯/২০১৩ভাল
-
ইব্রাহীম রাসেল ২৫/০৯/২০১৩--মনে হয় একটি ভালো কবিতা পড়লাম----অনেক দিন পড়
-
সাইফুল ইসলাম মোল্লা ২৫/০৯/২০১৩মুগ্ধতায় ভরা। ধন্যবাদ কবি
-
Înšigniã Āvî ২৫/০৯/২০১৩বেশ ছুঁয়ে গেল.......
বড় হবার সাথে কান্নাগুলো কেমনভাবে মিলিয়ে যায়।