ভালবাসার যুদ্ধাপরাধী
বিশ্বাস এর শেষ নিঃশ্বাস টুকুর
টুঁটি চেপে ধরে মেরে ফেললে এইভাবে;
নাহয় শ্বাসকষ্ট নিয়েই কাটতো আরো কিছুটা দিন।
তবুতো প্রাণসঞ্চারি বাতাসের একটু ছোঁয়ায় মৃতপ্রায় হয়েও বাঁচার
আনন্দ টুকু খুঁজতে ব্যস্ত ছিল মূল্যবোধের আণুবীক্ষণিক কোষগুলো।
নৈতিকতা...সেতো বিসর্জিত , যেদিন থেকে ভালবেসেছি তোমায়,
এতদিন নৈতিকতার নতুন সংজ্ঞা মেনেছি...নিজের স্বার্থেই বটে,
বিসর্জিত নৈতিকতার অর্জিত বিষে ভালবাসার দেহ আজ নীলাভ।
অথচ ভেবেছিলাম ভালবাসার রঙ হবে রক্তিম ,
তাতে ক্ষরণ থাকবে বরণের সমান্তরালে
কখনো প্রকাশ্যে .... কখনো আড়ালে।
ভালবাসা এক অতি প্রয়োজনীয় বিভ্রান্তি,
অনেকটুকু শ্রমের ফসল একটুখানি শ্রান্তি।
তবু মানুষ যুগে যুগে এ সংগ্রাম চালিয়ে যাবে..
কখনো যোদ্ধা হয়ে....কখনো বিপ্লবী হয়ে.....কখনো বিদ্রোহী হয়ে
আমি নাহয় চালাবো যুদ্ধাহত হয়েই....তবু এ
যুদ্ধে যুদ্ধাপরাধী হবো না...।
..মুকিত
টুঁটি চেপে ধরে মেরে ফেললে এইভাবে;
নাহয় শ্বাসকষ্ট নিয়েই কাটতো আরো কিছুটা দিন।
তবুতো প্রাণসঞ্চারি বাতাসের একটু ছোঁয়ায় মৃতপ্রায় হয়েও বাঁচার
আনন্দ টুকু খুঁজতে ব্যস্ত ছিল মূল্যবোধের আণুবীক্ষণিক কোষগুলো।
নৈতিকতা...সেতো বিসর্জিত , যেদিন থেকে ভালবেসেছি তোমায়,
এতদিন নৈতিকতার নতুন সংজ্ঞা মেনেছি...নিজের স্বার্থেই বটে,
বিসর্জিত নৈতিকতার অর্জিত বিষে ভালবাসার দেহ আজ নীলাভ।
অথচ ভেবেছিলাম ভালবাসার রঙ হবে রক্তিম ,
তাতে ক্ষরণ থাকবে বরণের সমান্তরালে
কখনো প্রকাশ্যে .... কখনো আড়ালে।
ভালবাসা এক অতি প্রয়োজনীয় বিভ্রান্তি,
অনেকটুকু শ্রমের ফসল একটুখানি শ্রান্তি।
তবু মানুষ যুগে যুগে এ সংগ্রাম চালিয়ে যাবে..
কখনো যোদ্ধা হয়ে....কখনো বিপ্লবী হয়ে.....কখনো বিদ্রোহী হয়ে
আমি নাহয় চালাবো যুদ্ধাহত হয়েই....তবু এ
যুদ্ধে যুদ্ধাপরাধী হবো না...।
..মুকিত
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Înšigniã Āvî ২৫/০৯/২০১৩
-
দাদা মুহাইমিন চৌধূরী ২৪/০৯/২০১৩ভাই একদম মনের কথা বলেছেন। যুদ্ধাহত হয়েই যুদ্ধ করব তবু যোদ্ধাপরাধী হবনা। এই লেখায়ই আপনারে প্রিয়তে রাখলাম । আশা করি আরো ভাল ভাল লেখা পাবো
শুধু বললাম দুর্দান্ত ।