জোনাকি না হয়ে মাছরাঙা
জোনাকির আলো মাঝরাতে অপরূপ লাগে
তবে তুমি দিনের আলোয় মাছরাঙাই নাহয় হয়ো।
আলোকিত না হয় নাই হলে অনেক আলোর মাঝে
তবে সেই অনেক আলোতে একটু রঙিণ-ই নাহয় হয়ো।
জোনাকির আলো দেয় সাময়িক আনন্দের অনুভূতি
তা অন্ধকার কাটাতে পারে না।
রাত যত নিকষ কালো হয় ঐ ক্ষুদ্র জোনাকিকে ততোটাই মোহনীয় মনে হয়.....
তবে চাঁদের ঐ ধার করা আলোতেই ফিঁকে হয়ে যায় ওর ক্ষুদ্র ঐ আলোর খেলা।
মাছরাঙা তুমি লাল-নীল-বেগুনী রঙে মোহনীয় হয়ে উড়ে উড়ে যেও
আমার প্রেমের পদ্ম দীঘিতে।
তোমার জন্য রঙ বেরঙের ছোট ছোট মাছ
ঐ চঞ্চলা মাছ শিকারের মোহেই নাহয় একটু ছুঁয়ে দিও
আমার পদ্ম দীঘির জল।
তোমার ডানার চকিত বাতাসে তাই নাহয় করল টলমল
নাহয় উঠল না ঢেউ.....শুধু একটু জলেরই কাঁপন
তবু মাছরাঙাই হয়ো.....হয়ো নাকো জোনাকি আমার।
জোনাকির সৌন্দর্য দেখতে যে আলোর অনুপস্থিতি লাগে....
আমি আলোয় রঙিণ মাছরাঙা চাই.....
নাহয় মাছরাঙাই হয়ো একটিবার....
শুধু আমারই জন্য।
তবে তুমি দিনের আলোয় মাছরাঙাই নাহয় হয়ো।
আলোকিত না হয় নাই হলে অনেক আলোর মাঝে
তবে সেই অনেক আলোতে একটু রঙিণ-ই নাহয় হয়ো।
জোনাকির আলো দেয় সাময়িক আনন্দের অনুভূতি
তা অন্ধকার কাটাতে পারে না।
রাত যত নিকষ কালো হয় ঐ ক্ষুদ্র জোনাকিকে ততোটাই মোহনীয় মনে হয়.....
তবে চাঁদের ঐ ধার করা আলোতেই ফিঁকে হয়ে যায় ওর ক্ষুদ্র ঐ আলোর খেলা।
মাছরাঙা তুমি লাল-নীল-বেগুনী রঙে মোহনীয় হয়ে উড়ে উড়ে যেও
আমার প্রেমের পদ্ম দীঘিতে।
তোমার জন্য রঙ বেরঙের ছোট ছোট মাছ
ঐ চঞ্চলা মাছ শিকারের মোহেই নাহয় একটু ছুঁয়ে দিও
আমার পদ্ম দীঘির জল।
তোমার ডানার চকিত বাতাসে তাই নাহয় করল টলমল
নাহয় উঠল না ঢেউ.....শুধু একটু জলেরই কাঁপন
তবু মাছরাঙাই হয়ো.....হয়ো নাকো জোনাকি আমার।
জোনাকির সৌন্দর্য দেখতে যে আলোর অনুপস্থিতি লাগে....
আমি আলোয় রঙিণ মাছরাঙা চাই.....
নাহয় মাছরাঙাই হয়ো একটিবার....
শুধু আমারই জন্য।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সহিদুল হক ২১/০৯/২০১৩দিনে মাছরাঙা,কিন্তু রাতে জোনাকীর বদলে কী হলে ভাল হয়?সেটা কবিতায় জানা যায় না।তবে এটি একটি ভাল গদ্য কবিতার মর্যাদা পেতেই পারে।
-
ইব্রাহীম রাসেল ২০/০৯/২০১৩--দারুণ বলতেই পারি, আরো গভীরতা চাই--
-
Înšigniã Āvî ২০/০৯/২০১৩বাহ....
ভীষণ মন ছুঁয়ে গেল