তুমি
তুমি আমার ধূসর প্রেমের সাদা পান্ডুলিপি,
রঙ্গীন ভালবাসার কাব্যটুকু ও তুমি।
তুমি আমার নীল আকাশে সাদা রঙের পায়রা,
শান বাঁধানো দিঘীর মাঝে একলা পদ্ম ও তুমি।
তুমি আমার কালবোশেখীর তীব্র ঝড়ো বাতাস,
রাতের আকাশে একলা জাগা পূর্ণিমার ঐ চাঁদ ও তুমি।
তুমি আমার ভর দুপুরে পাগল করা ভাতঘুম,
গভীর রাতে একলা মনের জেগে থাকা ভাবনা ও তুমি।
তুমি আমার প্রথম দেখার অনেক ভালোলাগা,
দুটি মনের গোপন গানের ভেসে আসা সুর ও তুমি।
তুমি আমার ভাঙা নাটাই ধরে উড়া ঘুড়ি,
আমার বদ্ধ ঘরের ছোট্ট জানালায় দখিনা বাতাস ও তুমি।
তুমি আমার ভিন্ন দেহে আঁকড়ে রাখা মন,
আমার ভালবেসে কষ্ট পাবার আনন্দটা ও তুমি।
রঙ্গীন ভালবাসার কাব্যটুকু ও তুমি।
তুমি আমার নীল আকাশে সাদা রঙের পায়রা,
শান বাঁধানো দিঘীর মাঝে একলা পদ্ম ও তুমি।
তুমি আমার কালবোশেখীর তীব্র ঝড়ো বাতাস,
রাতের আকাশে একলা জাগা পূর্ণিমার ঐ চাঁদ ও তুমি।
তুমি আমার ভর দুপুরে পাগল করা ভাতঘুম,
গভীর রাতে একলা মনের জেগে থাকা ভাবনা ও তুমি।
তুমি আমার প্রথম দেখার অনেক ভালোলাগা,
দুটি মনের গোপন গানের ভেসে আসা সুর ও তুমি।
তুমি আমার ভাঙা নাটাই ধরে উড়া ঘুড়ি,
আমার বদ্ধ ঘরের ছোট্ট জানালায় দখিনা বাতাস ও তুমি।
তুমি আমার ভিন্ন দেহে আঁকড়ে রাখা মন,
আমার ভালবেসে কষ্ট পাবার আনন্দটা ও তুমি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ইব্রাহীম রাসেল ১৮/০৯/২০১৩--তুমি, তোমাকে নিয়ে এমন কাব্য হতেই পারে। ভালো লাগলো।--