তিন পাতার নাকফুল
কবিতাটি উত্সর্গ করলাম আমার অত্যন্ত প্রিয় বন্ধুর সত্যিকারের ভালবাসার মেয়েটির জন্য............আমার বন্ধুটির হয়ে...
_________________________
_________________________
___________
তোমায় ভেবে পত্র লিখছি আজ,
প্রেমপত্রের সংঙ্গা যেটুকু জানি…..
নাহয় সেরকমই হলো একটুখানি ……..
তবু তোমার জন্য পত্র লিখছি আজ।
ফটোগ্রাফির নেশা আমার বড়
সবখানেতেই আমার ফ্রেমে তুমি ই বাধা পরো।
পেইন্টিং এ তোমায় ধরার সাধ্য আছে কার ....
কার ক্ষমতা কবিতাতে তোমাকে বাধবার?
তাই ক্যামেরার ওই ফ্রেম এ....
তোমায় ধরি ভালোবেসে অনেকখানি প্রেমে………..
অনেক ভালো বেসেছি তোমায় অবচেতন মনে……
ভার্সিটি তে তোমায় দেখা প্রথম সেই ক্ষণে ……
ধরেছি তোমায় রেখেছি আমার হৃদয় স্পন্দনে ……..
সেই তিন পাতার নাকফুল …….
যদি পর করে দাও বলব তবে… ....
আমার নয়তো ভুল….
কেন তোমায় রাঙিয়েছিল
সেই তিন পাতার নাক ফুল……..
সেদিন থেকেই তোমায় আমি চেয়েছি গোপনে,
অনুভবে ছুঁয়েছি তোমায় হৃদয় স্পন্দনে।
বলিনি কারণ ভীত ছিলাম হারিয়ে ফেলার ভয়ে……
যদি বন্ধুত্ব টাও না রাখো আর বাঁচবো কি বা নিয়ে;
একপেশে এই ভালবাসার বেদনা কি তা বোঝো?
মিনতি করি আর একটি বার আমার জন্য সাঁজো।
ভালো যদি নাইবা বাসো
বলতে পার মোরে,
আমি না হয় একলা রব তোমার তৈরী ঘোরে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ওয়াহিদ ১৯/০৯/২০১৩খুব ভালো লাগলো আপনার কবিতা ।
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ১৬/০৯/২০১৩ভালোই হয়েছে! সুন্দর!