দূরত্বের দৌরাত্নে
দূরত্বের দৌরাত্নে আজ নিকোটিনের নৈকট্যে কাটছে জীবন,
ধোঁয়ার নেশায় বুঁদ সচেতনতার কোলাহল;
ঝিমুনি ধরেছে আজ যুক্তি তর্কের ক্লান্ত অবয়বে,
আজ পরাবাস্তবতা জায়গা করে নিয়েছে বাস্তবতার ঘরে;
নেশার ঘোরে কল্পনার পাখি আজ মেলছে ডানা,
উড়ছে সে তার ইচ্ছে মতো অসীম পানে।
একলা মনে নেশার ঘোরটা কাটছে না যে আর,
তোমার নেশায় কাটবে নেশা - তোমাকেই দরকার।
তুমিই আমার প্রথম নেশা প্রথম মনের ঘোর,
সেই ঘোরেতে করলে নেশা মুক্তি মিলবে মোর।
তাই বলি আজ যেও না দূরে, বিষ দিও না নিতে আমায়,
বিষের নেশায় কাতর আমি, কার ক্ষমতা আমাকে থামায়।
সেই ক্ষমতা তোমার শুধু, শুধুই তোমার এলোকেশী,
এখন তোমায় আগের চেয়েও অনেক বেশি ভালবাসি।
ধোঁয়ার নেশায় বুঁদ সচেতনতার কোলাহল;
ঝিমুনি ধরেছে আজ যুক্তি তর্কের ক্লান্ত অবয়বে,
আজ পরাবাস্তবতা জায়গা করে নিয়েছে বাস্তবতার ঘরে;
নেশার ঘোরে কল্পনার পাখি আজ মেলছে ডানা,
উড়ছে সে তার ইচ্ছে মতো অসীম পানে।
একলা মনে নেশার ঘোরটা কাটছে না যে আর,
তোমার নেশায় কাটবে নেশা - তোমাকেই দরকার।
তুমিই আমার প্রথম নেশা প্রথম মনের ঘোর,
সেই ঘোরেতে করলে নেশা মুক্তি মিলবে মোর।
তাই বলি আজ যেও না দূরে, বিষ দিও না নিতে আমায়,
বিষের নেশায় কাতর আমি, কার ক্ষমতা আমাকে থামায়।
সেই ক্ষমতা তোমার শুধু, শুধুই তোমার এলোকেশী,
এখন তোমায় আগের চেয়েও অনেক বেশি ভালবাসি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ১৫/০৯/২০১৩অসাধারণ লেখনীতে সুনিপুণ বর্ননা।খুবই ভালো লাগলো।
-
রাসেল আল মাসুদ ১৫/০৯/২০১৩ভাল লিখেছেন মুকিত। শুভকামনা রইল।
-
Înšigniã Āvî ১৫/০৯/২০১৩অসাধারণ...........