মানবি
মানবি তুমি মানব মনের কল্পনার সৃষ্টি,
কিছুটা অভিজ্ঞতার।
তোমার মনের তেপান্তর পার হতে পারে না কোন মানব।
তুমি কখনো হৈমন্তীর অসহায় তবে উদ্ধত একাকিত্বে প্রকাশিত,
কখনো তুমি বিলাসির মতো নিজেরে করো বিলীন।
কখনো কপিলার মতো অবৈধ প্রেমে উম্মত্ত,
কখনো তুমি প্রীতিলতার মতো সংগ্রামী সত্ত্বা।
তুমি কবি মনের খুঁজে বেড়ানো প্রেম,
প্রেমিক মনের লেখা এলোমেলো কবিতা।
তুমি ছোট গল্পের অসমাপ্ত দীর্ঘ নিঃশ্বাস,
কঠিন প্রবন্ধের রহস্যময় দূর্বোধ্যতা ।
তুমি প্রকৃতির বড় প্রয়োজন
তুমি কৃত্রিমতার আয়োজন
তুমি সভ্যতার এই অগ্রযাত্রায়
অসভ্যতার বিনোদন।
কিছুটা অভিজ্ঞতার।
তোমার মনের তেপান্তর পার হতে পারে না কোন মানব।
তুমি কখনো হৈমন্তীর অসহায় তবে উদ্ধত একাকিত্বে প্রকাশিত,
কখনো তুমি বিলাসির মতো নিজেরে করো বিলীন।
কখনো কপিলার মতো অবৈধ প্রেমে উম্মত্ত,
কখনো তুমি প্রীতিলতার মতো সংগ্রামী সত্ত্বা।
তুমি কবি মনের খুঁজে বেড়ানো প্রেম,
প্রেমিক মনের লেখা এলোমেলো কবিতা।
তুমি ছোট গল্পের অসমাপ্ত দীর্ঘ নিঃশ্বাস,
কঠিন প্রবন্ধের রহস্যময় দূর্বোধ্যতা ।
তুমি প্রকৃতির বড় প্রয়োজন
তুমি কৃত্রিমতার আয়োজন
তুমি সভ্যতার এই অগ্রযাত্রায়
অসভ্যতার বিনোদন।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।