মনের অর্থনীতি
মনের চাহিদা - মনের যোগান - মনের অর্থনীতি
মনের বাজারে চলছে যে আজ চরম মূল্যস্ফীতি।
আন এম্প্লয়েড মন যে অনেক অঙ্গে সুন্দর ভূষণ
কত দামে বিকোবে তাই করছে ক্যালকুলেশন।
আজ শপিং মলে মন কেনা যায়....ফাস্টফুডের ঐ কর্ণারেতেও
সিনেপ্লেক্সের অন্ধকারেও মন;
শুধু মন দিয়ে আজ হয় না কিছু
সাপ্লিমেন্টে লাগবে যে তাই.... মন ভোলানো সস্তা বিনোদন।
মন কেনা আর মন বেচার এই অবাক করা বাজার দেখে
ভাবছে কবি কোথায় এলাম আজ,
মনটাকে আজ পণ্য করে ...... নিজের কাছেই অন্য করে
মানুষ গুলো করছে কেমন কাজ।
মূল্যস্ফীতির নিয়ম মেনে কিনছে মন সব বেশি দামে
তাতে ভালবাসার রেশটুকু নেই
বিশ্বাসেরই লেশটুকু নেই
এই মন না কার ও মাঝেই থামে।
মনের বাজারে চলছে যে আজ চরম মূল্যস্ফীতি।
আন এম্প্লয়েড মন যে অনেক অঙ্গে সুন্দর ভূষণ
কত দামে বিকোবে তাই করছে ক্যালকুলেশন।
আজ শপিং মলে মন কেনা যায়....ফাস্টফুডের ঐ কর্ণারেতেও
সিনেপ্লেক্সের অন্ধকারেও মন;
শুধু মন দিয়ে আজ হয় না কিছু
সাপ্লিমেন্টে লাগবে যে তাই.... মন ভোলানো সস্তা বিনোদন।
মন কেনা আর মন বেচার এই অবাক করা বাজার দেখে
ভাবছে কবি কোথায় এলাম আজ,
মনটাকে আজ পণ্য করে ...... নিজের কাছেই অন্য করে
মানুষ গুলো করছে কেমন কাজ।
মূল্যস্ফীতির নিয়ম মেনে কিনছে মন সব বেশি দামে
তাতে ভালবাসার রেশটুকু নেই
বিশ্বাসেরই লেশটুকু নেই
এই মন না কার ও মাঝেই থামে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
oishi orin ১৪/০৯/২০১৩kivabe paro tumi?????????