www.tarunyo.com

ওর ইচ্ছে ছিল খুব

ওর ইচ্ছে ছিল খুব,
সান্ধ্যবেলায়, দুজনে
বৃষ্টি মাখবো,
ওর, ইচ্ছে ছিল খুব
বৃষ্টির প্রতি ফোটায়,
প্রেমের ছবি আঁকবো।
ওর ইচ্ছে ছিল খুব,
স্নিগ্ধ এক ভোরে,
আবার হাঁটা হবে হাতে হাত রেখে,
ওর ইচ্ছে ছিল খুব
হারাবো দুজন দুজনাতে, শান্ত
সকালের সে রোমান্টিকতা মেখে।
ওর ইচ্ছে ছিল খুব,
বিরহে কাঁদবে শুধু,
আমার কাঁধেই মাথা রেখে,
ওর ইচ্ছে ছিল খুব
আনন্দে হাসবে শুধু,
আমার মুখপানেই চেয়ে থেকে।
ওর ইচ্ছে ছিল খুব
ডাইরির প্রতিটা ইচ্ছেলেখা সত্যি করতে,
ওর ইচ্ছে ছিল খুব
আমার কোলেই মাথা রেখে মরতে।
ওর ইচ্ছে ছিল খুব
বিদায়বেলায় একটিবার আমার চোখে চোখটি রাখার,
ওর ইচ্ছে ছিল খুব,
আমায় শেষ বেলাতেও হাসতে দেখার।
ওর ইচ্ছে ছিল খুব,
রোগাক্রান্ত হলেও,জীবনটা কিং-সাইজই রয়ে যাক,
ওর ইচ্ছে ছিল খুব,
বাস্তবে প্রেমটা অসম্পূর্ন তো কি! কবিতাতেই না হয় পূর্নতা পাক।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩০১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৫/১০/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

 
Quantcast