www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

তুমিময়

তুমি আমার কুয়াশাচ্ছান জোৎস্না রাতের চাঁদ না,
তুমি আমার চাঁদনী রাতের হাতে-হাত হেঁটে চলা
একটু হেঁটে ক্লান্তি বাহানায় কাঁধে মাথা রাখি বলা।

তুমি আমার সূর্যের অস্তগমন সমুদ্দুর না,
তুমি আমার সূর্যাস্তকালীন কাঁধে-কাঁধ রাখা,
সমুদ্রের বালুকাময় পথ হেঁটে বেড়ানো আঁকাবাঁকা।

তুমি আমার প্রত্যহ উজ্জ্বলিত উষা বেলা না,
তুমি আমার সকালের ঠোঁটেঠোঁটে কাপ চুমুক,
মিষ্টি প্রভাতের শুভেচ্ছা তোমার ওই মুখ||

লেখাঃ ১২/০২/২০১৭
বরিশাল
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৩৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৩/১০/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast