তোমার নগরীতে একদিন
একদিন তোমার ডাকে তোমার শহরে আসা,
আমি তো আর ফেলতে পরিনা তোমার কথা
তাই ছুটে আসা তোমার ডাকে,
তোমার শহরে রাত নামেমাত্র,অন্ধকার নামে না,
আলো জ্বলজ্বল করে রাতভোর,
ভোর হয়না কখনো, পাখির ডাকে ঘুম ভাঙে না,
যন্ত্রের শব্দ-ই এখানকার নিত্য ঘুমভাঙানি গান।
তোমার শহরে বড্ড বেমানান,
এই ছেঁড়া চটির নির্বোধ প্রেমিক।
এই শহরে দামি পারফিউম,নামীদামী পণ্যের জামাপ্যান্টে ব্যক্তিত্ব প্রকাশ।
তোমার শহরে কংক্রিটের অট্টালিকা যা ছুঁয়ে আছে আকাশ,
যার প্রতিটা ইটে মিশে আছে বেকারের আর্তনাদ,
গরিবের রক্তে নির্মম নির্মাণ
তোমার শহরে বিশ্বাস বলতে কিছুই নেই,
সময় জানতে চাইলে হাত বের করেনা ভয়ে,
এখনে কারো সময় নেই একটু থামবার,
মোড়েমোড়ে লোক ঠকানো মন্ত্রে ব্যস্ত পকেটমার
তোমার শহরে রাত হয় কেবল পণ্যস্ত্রীর
জীবনের তাগিদে দেহ বেচাকেনা হয় ঠোঁটেঠোঁটে
তোমার শহরে রাত হয় মাতালের
প্রতিরাতে নেশায় ডুবে মরণ নৃত্যে মেতে ওঠে
তোমার শহরে কৃষক,শ্রমিক ওরা সব নিচু জাত।
ধনীর উচু ধ্বনিতে কম্পিত হৃদয়, পেটে জুটেনা ভাত।
আজ তবে ওদের কথা থাক।
একটু তোমার আমার কথা বলি...।
আমি তো আর ফেলতে পরিনা তোমার কথা
তাই ছুটে আসা তোমার ডাকে,
তোমার শহরে রাত নামেমাত্র,অন্ধকার নামে না,
আলো জ্বলজ্বল করে রাতভোর,
ভোর হয়না কখনো, পাখির ডাকে ঘুম ভাঙে না,
যন্ত্রের শব্দ-ই এখানকার নিত্য ঘুমভাঙানি গান।
তোমার শহরে বড্ড বেমানান,
এই ছেঁড়া চটির নির্বোধ প্রেমিক।
এই শহরে দামি পারফিউম,নামীদামী পণ্যের জামাপ্যান্টে ব্যক্তিত্ব প্রকাশ।
তোমার শহরে কংক্রিটের অট্টালিকা যা ছুঁয়ে আছে আকাশ,
যার প্রতিটা ইটে মিশে আছে বেকারের আর্তনাদ,
গরিবের রক্তে নির্মম নির্মাণ
তোমার শহরে বিশ্বাস বলতে কিছুই নেই,
সময় জানতে চাইলে হাত বের করেনা ভয়ে,
এখনে কারো সময় নেই একটু থামবার,
মোড়েমোড়ে লোক ঠকানো মন্ত্রে ব্যস্ত পকেটমার
তোমার শহরে রাত হয় কেবল পণ্যস্ত্রীর
জীবনের তাগিদে দেহ বেচাকেনা হয় ঠোঁটেঠোঁটে
তোমার শহরে রাত হয় মাতালের
প্রতিরাতে নেশায় ডুবে মরণ নৃত্যে মেতে ওঠে
তোমার শহরে কৃষক,শ্রমিক ওরা সব নিচু জাত।
ধনীর উচু ধ্বনিতে কম্পিত হৃদয়, পেটে জুটেনা ভাত।
আজ তবে ওদের কথা থাক।
একটু তোমার আমার কথা বলি...।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ধ্রুবক ১১/১০/২০১৭ভালো।
-
অমিত শমূয়েল সমদ্দার ১০/১০/২০১৭অসাধারন
-
মধু মঙ্গল সিনহা ০৮/১০/২০১৭অসাধারণ !!
-
কামরুজ্জামান সাদ ০৭/১০/২০১৭সুন্দর লিখেছেন।
-
সমির প্রামাণিক ০৭/১০/২০১৭"আজ তবে ওদের কথা থাক।
একটু তোমার আমার কথা বলি...।"
শুনলাম আমরা। খুব সুন্দর কথাবার্তা। ভালো লাগলো। কবিকে শুভেচ্ছা। -
আজাদ আলী ০৭/১০/২০১৭Khub valo upasthapana. Nice